সম্প্রীতির অনন্য নজির, ইদে নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল-বৃষ্টি হিন্দুদের! দেখুন ভিডিয়ো
A unique example of harmony, Hindus shower flowers on Muslims who came to offer Eid prayers! Watch the video

Truth Of Bengal: সোমবার পবিত্র ইদে মেতে ওঠে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই ধর্মের মানুষ প্রতি বছর এই পবিত্র দিনটার জন্য অপেক্ষা করে থাকে। এই সম্প্রদায়ের মানুষ গোটা রমজান মাসে একাধিক রোজা রেখে অপেক্ষায় থাকেন ইদ-উল-ফিতর উদযাপনের জন্য। সেই পবিত্র ইদ উপলক্ষে রাজস্থানের জয়পুরে হিন্দু মুসলিম ঐক্য কমিটির পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়।
জয়পুরের দিল্লি রোডে অবস্থিত এক ঈদগাহে ঈদ উপলক্ষে নামাজ পড়তে আসা মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর ফুলের বর্ষণ করলেন হিন্দুরা। এই ছবি সত্যিই সম্প্রীতি অনন্য নজির গড়েছে। আর সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল।
#WATCH | Jaipur, Rajasthan | Under the banner of Hindu Muslim Unity Committee, Hindus showered flowers on the Muslims who came to Eidgah, located at Delhi Road, to celebrate Eid al-Fitr. pic.twitter.com/JsIigQ5yrK
— ANI (@ANI) March 31, 2025