৪ বছরের শিশুর সঙ্গে অশ্লীল আচরণ! কাঠগড়ায় ৯২-এর বৃদ্ধ
92 year old man arrested for assaulting 4 year old girl in gujarat

Truth Of Bengal, Barsa Sahoo : ফের যৌন নিগ্রহ! ৪ বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ। অভিযোগের তির ৯২ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরায় পুরো বিষয়টি স্পষ্ট দেখা গিয়েছে বলে দাবি তদন্তকারীদের।
ঠিক কী ঘটেছিল? একটি শিশু তার বাড়ির চারপাশে খেলা করছিল। তার মা বসেছিল বাড়ির সামনে। কিছুক্ষণ পর সে তার মায়ের কাছে এসে জানায় পাড়ার এক দাদু তার যৌনাঙ্গে হাত দিয়েছে। এর পরই ওই মহিলা বৃদ্ধের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। ন্যায় সংহিতার ১৬৪ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের সামনে নিগৃহীত শিশুটির বয়ান রেকর্ড করা হয়।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়েও দেখেছেন তদন্তকারীরা। তদন্তের পর তারা দেখতে পান বৃদ্ধ ওই শিশুকে যৌন নিগ্রহ করছেন। এরপর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত তাঁর ৬০ বছরের মেয়ে ও নাতির সঙ্গে থাকেন। পুলিশ জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে অভিযুক্তর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হবে। সিসিটিভি ফুটেজ ছাড়াও বহু প্রমাণ হাতে এসেছে বলে দাবি তদন্তকারীদের। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।