দেশ

মুহূর্তের ভুলে জলপ্রপাতে তলিয়ে গেল এক পরিবারের ৫ সদস্য

5 members of a family fell into the waterfall due to a momentary mistake

The Truth Of Bengal: প্রকৃতি বড়ই সুন্দর কিন্তু কখন যে ভয়ঙ্কর রূপ নেবে তার আভাস পাওয়া কঠিন। ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতি একই পরিবারের পাঁচ সদস্যের। পুনের লোনাভালার জলধারা মুহূর্তে হয়ে উঠল খরস্রোতা নদী। প্রবল স্রোতে ভেসে গেলেন ৫ পর্যটক।

তিন জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনের খোঁজে তল্লাশি অভিযান পুলিশের। মহারাষ্ট্রের পর্যটন কেন্দ্র লোনাভালার ভুসিবাঁধ। সেখানেই গত রবিবার ছুটির দিনে পিকনিক করতে গিয়েছিল পুনের সায়েদ নগরের আনসারী পরিবার। রবিবার দুপুর নাগাদ ওই জল ধারায় জল কিছুটা কম থাকায় নিচে নামেন পর্যটকেরা। কিছু বুঝে ওঠার আগেই খরস্রোতা নদীর আকার নেয় জলপ্রপাতটি। একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করেন পরিবারের ৫ সদস্য। জলের তোরে মুহূর্তে ভেসে জান তারা। মর্মান্তিক দুর্ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি করেন অনেকে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনায় তিন জনের দেহ উদ্ধার করা গেছে তাদের মধ্যে একজন ছত্রিশ বছর বয়সী মহিলা। ১৩ ও ৮ বছর বয়সী ২ নাবালক। নিখোঁজ ৯ বছরের এক বালক ও চার বছরের এক বালিকার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই জলপ্রপাত অত্যন্ত দুর্ঘটনা প্রবল। যার ফলে পর্যটকদের সেখানে যেতে বারবার সতর্ক করা হয়।

Related Articles