রেস্তরাঁয় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা ২৬ বছরের যুবক, গ্রেপ্তার ‘লেডি ডন’
26-year-old youth shot dead by miscreants in restaurant, 'Lady Don' arrested

Truth Of Bengal: পেরিয়েছে সবে ১৯-এর গন্ডি। নাম তার অনু ধনকড়। তবে পুলিশের কাছে সে অন্য নামে পরিচিত, ‘লেডি ডন’। আর এখন সেই ‘লেডি ডনের’ বিরুদ্ধে উঠল খুনের অভিযোগ। ইতিমধ্যেই পুলিশ তাকে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ভারত-নেপাল সীমান্তের কাছ থেকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। যোগীরাজ্যের রাজৌরি গার্ডেন অঞ্চলে বার্গার কিংয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় ১৯ বছরের সেই অভিযুক্ত।
জানা গেছে, গ্যাংস্টার হিমাংশু ভাউয়ের সহকারী হিসেবে কাজ করত ‘লেডি ডন’। গত জুনে দিল্লির বার্গার কিং আউটলেটে খুন হয় এক ২৬ বছরের যুবক। রেস্তরাঁয় ঢুকেতাঁকে নিশানা করে দুই দুষ্কৃতী গুলি চালায়। সেই ঘটনায় পুলিশের সন্দেহের তালিকায় ছিল ১৯ বছরের সেই অভিযুক্ত। রেস্তরাঁয়যুবক খুনের ঘটনার পরে ১৯ বছরের অভিযুক্তকে জম্মু ও কাশ্মীরের কাটরা স্টেশনে দেখতে পাওয়া যায়। বার্গার কিং আউটলেটের হত্যাকাণ্ডে ‘লেডি ডনের’ জড়িত থাকার ব্যাপারে পুলিশ জানিয়েছে, মৃত যুবক আমন জুনকে প্রথমে প্রেমের ফাঁদে ফেলে‘লেডি ডন’।
খুনের ঘটনার দিন রেস্তরাঁয় ওই ২৬ বছরের যুবকের সাথেই ছিল তরুণী। ফোনে কিছু একটা দেখিয়ে অন্যমনস্ক করে দেওয়ার চেষ্টা করা হয় ওই যুবককে। আর সেই সময়েই ঘটে খুনের ঘটনা। আচমকাই সেখানেদুষ্কৃতীরা ঢুকে পড়ে এবং আমনকে গুলিতে ঝাঁজরা করে দেয়। ২৬ বছরেরআমন খুনের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, অনুর বাড়ি রোহতকে। দিল্লিতে ভাউয়ের দলে কাজ করে ওই তরুণী। ঘনিষ্ঠতার টোপ দিয়ে ওই দিন আমনকে বার্গার কিংয়ের রেস্তরাঁয় ডেকে আনাটা ছিল খুনের পরিকল্পনারই একটা অংশ। তবে শেষমেশ অভিযুক্ত পুলিশের জালে ধরা দেয়। অভিযুক্ত ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে এই খুনের সঙ্গে আর কে কে জড়িত আছে।