এঁচোড় হচ্ছে নিরামিষ মাংসের মধ্যে প্রধান ডিশ, জানেন কাঁঠাল খেলে কি কি রোগ সারবে আপনার?
People understand jackfruit to mean vegetarian meat

The Truth of Bengal: এঁচোড় হচ্ছে নিরামিষ মাংসের মধ্যে প্রধান ডিশ। গরম পড়লেই এই সবজি পাওয়া যায় বাজারে। এঁচোড় ঠিক মত ঝাল, তেল, নুন, মশলা দিয়ে খেলে পুরই মাংসের মত খেতে লাগে। কিন্তু আদেও কি আপনি জানেন এঁচোড় খেলে আপনার কি কি রোগ সারতে পারে? জানুন এই প্রতিবেদনে।
১। চিকিৎসকরা বলেন চোখের জন্য বিশেষ উপযোগী এঁচোড় খাওয়া। এঁচোড়ের মধ্যে আছে ভিটামিন এ। আপনি অফিসের অধিকাংশ সময় চোখের সামনে ল্যাপটপ, মোবাইল ফোন নিয়ে বসে থাকেন। এই নীল আলো আপনার চোখের ক্ষতি করতে পারে। যা থেকে রক্ষা পেতে সাহায্য করে এঁচোড়।
২। আপনার চোখে রেটিনার কোনও সমস্যা থাকলে এঁচোড় সেই সমস্যা দ্রুত সমাধান করতে সক্ষম। চোখের মধ্যে কোনও কঠিন রোগ হলে রেটিনা সেই কঠিন রোগের ঝুঁকি এড়াতে সক্ষম।
৩। এঁচোড়ে ক্যালশিয়াম থাকে উচ্চ মাত্রায়। তাই এঁচোড় খেলে আপনার হার মজবুত হবে।
৪। আপনার অনিদ্রা জনিত সমস্যা আছে। তাহলে অবশ্যই কাঁঠাল খান। কাঁঠাল এই সমস্যা সমাধান করতে পারে খুব সহজেই।
৫। কাঁঠালে রয়েছে ফাইবার। যা আপনার পেট ভালো রাখতে এবং হজম তাড়াতাড়ি করতে সাহায্য করে।