রাজ্যের খবরস্বাস্থ্য

পুরসভার উদ্যোগে ‘সুস্বাস্থ্য’ কেন্দ্র চন্দ্রকোনায়

Chandrakona Municipality

The Truth of Bengal: প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে প্রথম থেকেই পদক্ষেপ করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে জেলাস্তরে কাজও চলছে জোরকদমে। অতি সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভা উদ্যোগে তৈরি হয়েছে দুটি সুস্বাস্থ্যকেন্দ্র। পুরসভার এই উদ্যোগে খুশি স্থানীয়রা।

রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে একাধিক পদক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাস্তরের বেশ কিছু হাসপাতালকে সুপারস্পেশালিটি হাসপাতালে উন্নীত করার উদ্যোগ তিনি নিয়েছিলেন। পাশাপাশি নির্দেশিকা দেওয়া হয়েছিল, পুরসভা ও গ্রামাঞ্চলেও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। সেই নির্দেশিকাকে মাথায় রেখেই, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভাও দুটি সুস্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলেছে।

চন্দ্রকোনা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের মিত্রসেনপুর, এবং ৬ নম্বর ওয়ার্ডের বড় বাঁশদহ এলাকায় একটি করে সুস্বাস্থ্য কেন্দ্রে গড়ে তোলা হয়েছে। দুটি স্বাস্থ্য কেন্দ্রেই থাকছে ১০ টি করে বেড সংখ্যা। দ্বিতল বিশিষ্ট এক একটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে খরচ পড়ছে ৩৫ লক্ষ ৫৭ হাজার টাকা। দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ প্রায় শেষের মুখে।  দুটিই উদ্বোধনের পর দ্রুত সাধারণ মানুষের পরিষেবার স্বার্থে খুলে দেওয়া হবে।

Related Articles