
The Truth Of Bengal : বলিউড প্রযোজক করণ জোহরের দ্য বুল থেকে সরে দাঁড়ালেন সলমন খান। দীর্ঘ ২৫ বছর বাদে করণের ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন ভাইজান। কিন্তু ,সম্প্রতি করণের সঙ্গে তিক্ততা চরমে পৌঁছায় সলমনের। এর ফলে এর আগে ছবি স্থগিত রাখতে বাধ্য হন প্রযোজক করণ জোহর। প্রসঙ্গত, করণের সঙ্গে কুছ কুছ হোতা হ্যায়-তে শেষবার কাজ করেছিলেন ভাইজান।
তারপর দীর্ঘ ২৫ বছর পর বিশাল অঙ্কের পারিশ্রমিকে করণের দ্য বুল ছবি সাইন করেন সলমন। কিন্তু, বলিউডের অন্দরের খবর অনুসারে, ছবিরল সেটে সলমন খানের সুপারস্টার সুলভ আচরণ নাকি করণের সহ্য হচ্ছিল না। আর এতেই দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়।বর্তমানে এই দুই তারকার বনিবনা একদমই হচ্ছে না। তার জেরেই করণের দ্য বুল থেকে শেষপর্যন্ত নিজের নাম তুলে নিলেন বলিউড সুপারস্টার সলমন খান।