
The Truth Of Bengal: বিদ্যুৎ জ্যামুএল কে বরাবর দর্শক পছন্দ করে অ্যাকশন চরিত্রে। এবার আরও একটি অ্যাকশন এন্টারটেইনার নিয়ে হাজির বিদ্যুৎ ৷ ছবির নাম ‘ক্র্যাক জিতেগা তো জিয়েগা’ ৷আর এই ছবিতেই একটি গানে ছিচোরা লুকে ধরা দিলেন বিদ্যুৎ।
ছবিতে রয়েছেন নোরা ফতেহি এবং অ্যামি জ্যাকসনও ৷ অ্যাকশন হিরো ফিল্মস এবং পিজেড পিকচার্স নির্মিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর 23 ফেব্রুয়ারি ৷ ছবির গল্প লিখেছেন আদিত্য দত্ত ৷ পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনিই।