বিনোদন

আসছে ভিকির নতুন ছবি, লুক দেখে মুগ্ধ সিনেপ্রেমীরা

Vicky's new film is coming, movie lovers are impressed by the look

Truth Of Bengal: চরিত্রের খাতিরে বহুবার নিজেকে ভেঙেছেন, নিজেকে পারফেক্ট করতে বদলেছেন একের পর এক লুক। পর্দায় জীবন্ত করে তুলেছেন প্রতি চরিত্রকে। তিনি সুপারস্টার ভিকি কৌশল। বরাবরই তার থেকে বেশিই প্রত্যাশা থাকে সকলের। আর ভিকি নিরাশ ও করেন না কখনও। এবারও তাই হল। বুধবার প্রকাশ্যে এল ভিকির আগামী ছবির পোস্টার। পোস্টারে ভিকির লুক দেখে মুগ্ধ সিনেপ্রেমীরা। লম্বা চুল, কাঁচাপাকা লম্বা দাড়ি, পেশীবহুল চেহারা, আর দু’চোখে ক্রোধের আগুন। এক কথায় ভিকিকে চেনা দায়।

বুধবার সোশ্যাল মিডিয়ায় ছবির নির্মাতা এবং ভিকি কৌশল নিজেই তার ছবির পোস্টার ভাগ করে নিয়েছেন। ছবির নাম ‘মহাবতার’। ছবিটি প্রযোজনা করছেন দীনেশ বিজন এবং পরিচালনায় ‘স্ত্রী’ ছবি খ্যাত অমর কৌশিক। এই ‘পিরিয়ড ড্রামা’তে পরশুরামের লুকে দেখা যেতে চলেছে ভিকি কৌশলকে। পুরাণে বিষ্ণুর দশ অতারের মধ্যে অন্যতম হল পরশুরাম। রামায়ণ এবং মহাভারতেও পরশুরামের উল্লেখ রয়েছে। পুরাণ মতে, শিবের নির্দেশে পৃথিবীতে দুষ্টের দমন করে শান্তি স্থাপন করতে তাঁর জন্ম হয়। কোনও কোনও পুরাণে পরশুরামকে বীর যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে। এমনই এক পৌরাণিক চরিত্রে দেখা যেতে চলেছে ভিকিকে। ২০২৫ এর নভেম্বর মাসে ‘মহাবতার’-এর শুটিং শুরু হবে। তার আগে ছবির প্রি প্রোডাকশন এবং চিত্রনাট্য সংক্রান্ত কাজ চলবে। নির্মাতারা জানিয়েছেন, ছবিটি ২০২৬ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাবে এই ‘পিরিয়ড ড্রামা’ ‘মহাবতার’।

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরেই আসছে ভিকি কৌশলের আরও এক পিরিয়ড ড্রামা ‘ছাভা’। ছত্রপতি শিবাজি পুত্র শম্ভুজির জীবনীচিত্র ‘ছাভা’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। আর এবার আরও এক আইকনিক চরিত্রে দেখা যেতে চলছে ভিকিকে। সব মিলিয়ে বলা যায় ভিকিকে নিয়ে আরও প্রত্যাশা বাড়ছে সিনেপ্রেমীদের।

Related Articles