
The Truth of Bengal: উরফি জাভেদ ও পোশাক বিতর্ক এখন সমার্থক। বরাবর তাঁর অদ্ভুত স্টাইল স্টেটমেন্টের জন্য খবরের শিরোনামে থাকেন এই মডেলটার্ন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের চমকে দেওয়ার জন্য কোন কসুর করতে ছাড়ে না। এবারও একটি অদ্ভুত পোশাক পরে অবাক করলেন সকলকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি একটি তাঁর বুকের উপর কালো শিল্ড বা বর্ম পড়ে ঘুরছেন।
View this post on Instagram
এই বর্মের ফলে তাঁর বুক ঢাকা থাকলেও পিঠের দিকটা খোলাই পড়ে রয়েছে। এবার পোশাকের সঙ্গে জুড়ে নিলেন দুটি হাত। পেটের কাছে হাত নিয়ে ঘুরছেন উরফি। চারহাতে চমকে দিলেন সবাইকে। এই ড্রেস পরে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন তিনি। তবে, এটাই প্রথম নয়। এর আগে শীতের শুরুতে ফের অচেনা পোশাকে সোশ্যালে ঝড় তুলেছিলেন উরফি জাভেদ। সেবার তিনি জরির কাজ করা সবুজ ও নীল রঙের পোশাকে ঝড় তুলেছিলেন।
দেখে মনে হচ্ছিল তিনি যেন বুকে সাপ জড়িয়ে আছেন। এছাড়াও হ্যাঙার সমেত শার্ট পরেও ভাইরাল হয়েছিলেন উরফি। যে কোনও সময় যে কোনও কিছু পরে মানুষের সামনে হাজির হন তিনি। অনেক ক্ষেত্রে, তিনি এমন কিছু পরেন যা কেউ কল্পনাও করতে পারে না। এখন আবার তার নতুন একটি ভিডিওতে ফের ভাইরাল হলেন স্বল্পবসনা উরফি।