কলকাতাবিনোদন

শেষ হল রশিদ যুগ, বুধবার রবীন্দ্র সদনে হবে গান স্যালুট

There will be a song salute at Rabindra Sadan on Wednesday

The Truth of Bengal : প্রখ্যাত সঙ্গীত শিল্পী রশিদ খান মঙ্গলবার বিকেলে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন শিল্পী। চিকিৎসা চলছিল। এর মধ্যেই মস্তিষ্কে ‘ব্লিডিং’ (রক্তক্ষরণ) শুরু হয়।

গত ২২ নভেম্বর থেকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার রাতে পিস ওয়ার্ল্ডে রাখা ছিল রাশিদের দেহ। বুধবার সকাল ৯ টা নাগাদ রশিদ খানের মরদেহ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়েছে। দুপুর ১টায় রবীন্দ্র সদনেই হবে গান স্যালুট। গান স্যালুট এরপর দেহ যাওয়া হবে শিল্পীর নাকতলার বাড়িতে।

 

FREE ACCESS

 

Related Articles