বিনোদন

”অভিনয় এই ছবির মস্ত বড় সম্পদ”; ‘পদাতিক’-এর প্রশংসায় অপর্ণা সেন

"The acting is the biggest asset of this film," praises Aparna Sen for 'Padatik'

Truth of Bengal: পদাতিক সিনেমা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। বাংলাদেশী অভিনেতা চঞ্চল চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন তিনি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পদাতিক’-এ চঞ্চল চৌধুরীর অভিনয় একেবারে জীবন্ত করে তুলেছে ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনকে। কলকাতার প্রেক্ষাগৃহে চলছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ সিনেমাটি। এই ছবিতে চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করতে দেখা যায় মনামী ঘোষ, জীতু কমল, কোরক সামন্ত সহ অন্যান্য অভিনেতাদের।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবিটি  প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে তৈরি হওয়ায় বহুল চর্চিত হচ্ছে। যেখানে মুখ্য চরিত্রটিকে যথোপযুক্তভাবে ফুটিয়ে তুলেছেন বাংলাদেশী অভিনেতা চঞ্চল চৌধুরী। মৃণাল সেনের চরিত্রে অভিনয় করায় আগেই সব মহলে বাহবা পেয়েছেন অভিনেতা।  এবার তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন অপর্ণা সেন।  সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ”চঞ্চল চৌধুরীর অভিনয়ে মৃণাল সেন একেবারে জীবন্ত হয়ে উঠেছেন।  শুধু তাঁর চেহারায় মৃণাল সেনের একটা আদল খুঁজে পাওয়া যায়। চঞ্চলবাবুর পর্দার উপস্থিতি এতটাই জোরালো যে প্রায় যেকোনো চরিত্রেই তিনি ভালো অভিনয় করবেন। মৃণাল সেনের কণ্ঠস্বর, তাঁর বসার ভঙ্গি, দাঁতের ফাঁকে পাইপ ধরে তাকানোর ধরন, সবকিছু সম্পন্ন হয়েছে আপাত অনায়াস দক্ষতায়। অভিনয় এই ছবির মস্ত বড় সম্পদ।”

প্রখ্যাত অভিনেত্রী অপর্ণা সেনের থেকে প্রশংসা পেয়ে আপ্লুত চঞ্চল চৌধুরী। তিনি জানান, ”অপর্ণা সেন আমাদের কাছে কিংবদন্তিতুল্য। খুবই ভাল লাগছে। আমি বলব, এটা আমার, বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য ভাল ব্যাপার। যাঁদের কাজ ছোটবেলা থেকেই দেখছি, তাঁদের সঙ্গে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারব, এই জায়গায় আসব, আমার কাজ দেখে তাঁরা প্রশংসা করবেন, এটা আসলে ভাবিনি। যে ইন্ডাস্ট্রি আমাকে তৈরি করেছে এটা তাঁদের জন্য।”

পাশাপাশি পরিচালকের প্রশংসায় অভিনেত্রী লেখেন, “এক নতুন সৃজিতকে খুঁজে পেলাম। সৃজিতের সিনেমাগুলোতে এর আগে নতুন নতুন চমক পেয়েছি। পেয়েছি চাকচিক্য, অভিনবত্ব, টেকনিকের খেলা। কিন্তু এতটা গভীরতা কোথায় ছিল এতদিন? আসলে ভালো সিনেমার প্রতি, পূর্বসূরিদের কাজের প্রতি, পরিচালকের একটা আন্তরিক ভালোবাসা জড়িয়ে রয়েছে এই ছবির পরতে পরতে। মৃণাল সেনের সিনেমা ও জীবন নিয়ে সৃজিত যে গভীরভাবে গবেষণা করেছেন এবং তার চেয়েও বড় কথা তার সারমর্ম অন্তরে উপলব্ধি করেছেন, ‘পদাতিক’ সিনেমাটি তার প্রমাণ। সেই উপলব্ধিই খুঁজে নিয়েছে এই সিনেমার ভাষা। ‘পদাতিক’ এখানে মৃণাল সেন, ‘পদাতিক’ এখানে সৃজিতও। তাই ‘পদাতিক’ সিনেমাটি সার্থকনামা।”

এছাড়া অভিনেত্রী আরও লেখেন “চমৎকার লাগলো গীতা এবং মৃণাল সেনের দাম্পত্য জীবনের ওঠাপড়া-ভালোবাসা-বন্ধুত্ব-অভিমানে তরঙ্গায়িত দুই কমরেডের পথচলা যেমন বাস্তব, তেমনই মধুর। অভিনয় এই ছবির মস্ত বড় সম্পদ। বিশেষ করে পাশাপাশি মনামীও খুবই বিশ্বাসযোগ্য গীতা সেনের চরিত্রে।”

Related Articles