বিনোদন

সৈকতে মুক্তির আলোয় স্বস্তিকা-ইমন

Swastika Mukherjee

The Truth of Bengal: এক টুকরো মুহূর্ত উঠে এসেছে টুইটারের পাতায়। পুরীর (Puri) সৈকতে বসে সকলে মিলে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ভিডিয়ো শেয়ার করেছেন স্বস্তিকা (Swastika Mukherjee) নিজেই। লিখেছেন, জগন্নাথ দর্শনে তাঁরা মোট ১৪ জন মিলে পুরী গিয়েছিলেন। অদ্ভুতভাবে সেখানে গিয়েও রবি ঠাকুরের দর্শন পেয়েছেন তিনি। জানিয়েছেন, সেখানে গিয়ে সকলে মিলে তাঁর রবীন্দ্রানাথের অনেক গান গেয়েছেন। তাঁকে নিয়ে অনেক গল্প করেছেন, সকলেই অজানা অনুভূতি ভাগ করে নিয়েছেন একে অপরের সঙ্গে। এখানেই শেষ নয়। পরের লাইনেই স্বস্তিকার এই ভিডিয়ো শেয়ার করার আসল কারণ জানা গেল।

স্বস্তিকা লিখেছেন, ‘আজ স্বপ্ন দেখলাম, ওনার পায়ের কাছে চুপটি করে বসে আছি। প্রণাম করতে যাব, ঘুম ভেঙে গেল।’ স্বস্তিকা অবশ্য এর আগেও একাধিকবার তাঁর জীবনে রবি ঠাকুরের প্রভাবের কথা লিখেছেন। কিছুদিন আগে ছোটবেলায় বাংলা পড়া নিয়েও রবি ঠাকুরের প্রসঙ্গ টেনেছিলেন স্বস্তিকা। জানিয়েছিলেন, তাঁর মা-ই তাঁকে রবি ঠাকুরকে আঁকড়ে ধরতে শিখিয়েছেন, লিখেছিলেন তাঁর জীবনে রবীন্দ্রনাথের প্রভাব বিস্তর।

প্রসঙ্গত, স্বস্তিকা মুখোপাধ্যায় শুধু অভিনেত্রী নন, ভালো গানও গান। তাঁর গাওয়া রবীন্দ্রনাথের গান প্রকাশিতও হয়েছে।এদিকে পুরীতে জগন্নাথ দর্শনের ছবি একসঙ্গে সকলের সঙ্গে আনন্দ করার বেশকিছু ছবি কয়েকদিন আগেই টুইটারের পাতায় শেয়ার করেছিলেন স্বস্তিকা। পুরী ভ্রমণের ছবি পোস্ট করেছিলেন গায়িকা ইমন চক্রবর্তীও। সেই পোস্টেই স্বস্তিকা ও ফ্যাশান ডিজাইনার অভিষেক রায়ের সঙ্গে লেন্সবন্দ হতে দেখা গিয়েছিল ইমনকে। তখনই জানা যায়, তাঁরা একসঙ্গেই সকলে মিলে পুরী গিয়েছিলেন।

Related Articles