বিনোদন

‘সাদা রঙের পৃথিবী’র গল্প, ছবির পোস্টার লঞ্চে তারকার মেলা

poster launch of the film

The Truth of Bengal: রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং মেয়র পারিষদ দেবাশিস কুমারকে সঙ্গে নিয়ে ধুমধাম করে নতুন বাংলা ছবি সাদা রঙের পৃথিবীর পোস্টার লঞ্চ করা হল। ছবির টাইটেলের কথা মাথায় রেখে এদিন নন্দনে এই ছবির কলাকুশলীরা সকলেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাদা পোশাকে। এই ছবিতে অনেকদিন পর দ্বৈতভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। পোস্টার লঞ্চে এসে সেকথাই জানালেন অভিনেত্রী। এই ছবির বিষয়বস্তু উইডো ট্র্যাফিকিং যা একেবারেই ভিন্নধরণের।

এই সাবজেক্টের উপর সারা পৃথিবীতে আগে কাজ হয় নি। এমনটাই জানা গেল ছবির পোস্টার লঞ্চে। কিন্তু কেন এমন বিষয়বস্তুর উপর কাজ করেছেন এদিন তাই খোলসা করলেন পরিচালক রাজর্ষি দে একঝাঁক টলিউড অভিনেত্রী এই ছবিতে কাজ করেছেন। তাই স্বাভাবিকভাবে পোস্টার লঞ্চের অনুষ্ঠানে অভিনেত্রীদের সংখ্যাই বেশি চোখে পড়ে। এই ছবিতে প্রথমবার রাজর্ষির সঙ্গে কাজ করে বেশ উচ্ছ্বসিত টলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ রোলে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে।

ছবির পোস্টার লঞ্চে এসে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন তিনি। শ্রাবন্তী, সৌরসেনী, দেবলীনাদের সঙ্গে একঝাঁক নতুন অভিনেত্রীদেরও দেখা যাবে রাজর্ষির এই নতুন ছবিতে। রাজর্ষির ছবিতে বরাবর নতুনরা প্রাধান্য পেয়ে এসেছে। এই ছবিটিও যে তার ব্যতিক্রম নয় তার প্রমান পাওয়া গেল এদিনের পোস্টার লঞ্চের মেগা ইভেন্টে। আগামি ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে সাদা রঙের পৃথিবী।

Related Articles