বিনোদন
বলিউড বাদশার বাড়িতে খানদানি আতিথিয়তায় মুগ্ধ পপ তারকা
Sheeran is impressed by Khandani's hospitality

The Truth of Bengal: ১৬ মার্চ মুম্বইয়ের ‘মহালক্ষ্মী রেস কোর্স গ্রাউন্ড’-এ ব্রিটিশ পপস্টার এড শিরানের পারফর্ম করার কথা। তাঁর একাধিক জনপ্রিয় গানে মজেন শ্রোতারা। তবে ৩৩ বছর বয়সী গায়ক ও গীতিকার মজলেন কিং খানে। আরও ভালভাবে বললে বলা ভাল বলিউড বাদশার বেগম গৌরীর আতিথিয়তায় মুগ্ধ শিরান। সম্প্রতি মুম্বইয়ে এসে কিং খানের বাড়ি গিয়েছিলেন তিনি। সেখানে শাহরুখ খানের আইকনিক দুহাত প্রসারিত স্টাইলে শাহরুখের সঙ্গে একটি ছবি শেয়ার করেন এড শিরান। এবং গৌরী খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি সোশ্যাল দুনিয়ায় লিখেছেন যে শেপ অফ আস। এককথায় বাদশা ও রানির ব্যবহারে মুগ্ধ জনপ্রিয় এই পপ তারকা।