বিনোদন

শাস্ত্রের বিধান খন্ডাতে আসছেন শাস্ত্রীজি, প্রকাশ্যে ‘শাস্ত্রী’ ছবির পোস্টার

Shastriji is coming to Shastri Vidhan Khanda, the poster of the film 'Shastri' has been released

Truth Of Bengal: হাতে গোনা আর মাত্র কয়েকদিন। তারপরই বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের সবচেয়ে বড় পার্বণ দুর্গোত্সব। এখন গোটা বাংলা তারই প্রস্তুতি চালাচ্ছে। আর প্রতিবারের মতো এবারও পুজোর মরশুমে বড়পর্দায় একের পর এক ছবি মুক্তি পেতে চলেছে। উত্সবের আবহের মাঝেই এল আরও এক নতুন ছবির পোস্টার। গণেশ চতুর্থীর দিনই প্রকাশ্যে এল পথিকৃত্ বসুর শাস্ত্রী ছবির অফিসিয়াল পোস্টার।

পুজো আসতে খুব বেশি দেরি না থাকলেও বর্তমানে বাংলার চিত্রটা এখন অন্যান্য বছরের থেকে বেশ আলাদা। উত্সবের মরশুমের মধ্যেও বাংলায় এখন প্রতিবাদের হাওয়া। এই আবহেই প্রকাশ্যে এল পথিকৃতের নতুন ছবি ‘শাস্ত্রী’র পোস্টারে। পোস্টারে উঠে এল একঝাঁক তারকার ছবি। পোস্টারে প্রথম লুকে ধরা দিয়েছেন অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, দেবশ্রী রায়, রজতাভ দত্ত। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, সৌরসেনী মৈত্রও। দেবারতি মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প অবলম্বনে এই ছবি তৈরি হয়েছে।

এই ছবির গল্প পরিমল নামে এক চরিত্রকে কেন্দ্র করে এগোবে। আর পরিমলের চরিত্রেই দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। ছবিতে মিঠুনের স্ত্রী সরলা দেবীর চরিত্রে দেখা যাবে দেবশ্রী রায়কে। পরিমলবাবু খুব সাধারণভাবেই জীবনযাপন করলেও তাঁর একটাই নেশা। লটারির টিকিট কাটার নেশা মত্ত পরিমলবাবু। তবে কোনওদিনই জিততে পারেননি। তাঁর নেশার জন্যই সংসারে থাবা বসায় অভাব অনটন। তাঁরস্ত্রী তাঁকে পরামর্শ দেন তাঁদের একমাত্র সম্বল ভিটে বাড়িটি বিক্রি করে দেওয়ার জন্য। তবে তিনি সেই কথায় রাজি হননি। এরপরই তিনি সিদ্ধান্ত নেন নিজের জীবন শেষ করে দেওযার। আর ঠিক সেই সময় তাঁর জীবনে ভবিষ্যতের আশার আলো দেখায় একটি চশমা। এরপর গল্প ঠিক কোনদিকে মোড় নেয় তা জানা যাবে ছবি দেখেই।

নিসপাল সিং ও সোহম চক্রবর্তী নিবেদিত এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন সুরিন্দর ফিল্মস ও সোহমস এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশনস। গত জানুয়ারী মাসেই ছবির শ্যুটিং শেষ হয়। গণেশ চতুর্থীর শুভক্ষণেই ছবির পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয় ‘শাস্ত্রের বিধান, খণ্ডাবে শাস্ত্রী…’। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

Related Articles