বিনোদন

নয়া অবতারে ঋতাভরী! মুক্তি পেল ‘টাইম বেবি’

Ritabhari Chakraborty

The Truth of Bengal: মুক্তি পেল ঋতাভরীর নতুন মিউজিক ভিডিও টাইম বেবি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চিত্রাঙ্গদা শতরূপা। এই গানটিতে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে নেটফ্লিক্সের ক্লাস সিরিজের অন্যতম অভিনেতা চিন্তনকে। এই মিউজিক ভিডিওটি লিখেছেন ঋতাভরী ও যশ মার্টিন দুজনে মিলে। তবে এর পাশাপাশি এই গানটিতে ঋতাভরীর পরিবার থাকায় এই মিউজিক ভিডিওটি একটু বেশিই স্পেশাল ঋতাভরীর কাছে।

সদ্য মুক্তি পেয়েছে ঋতাভরী চক্রবর্তীর-র নতুন মিউজিক ভিডিও ‘টাইম বেবি’ । ভিডিওটি প্রকাশ্যে আসতেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তবে এই মিউজিক ভিডিওটি ঋতাভরীর কাছে ভীষন স্পেশাল।কারণ একা ঋতভরী নন, এই কাজটির সঙ্গে জড়িয়ে রয়েছে ঋতাভরীর গোটা পরিবারই।  বিষয়টা একটু খোলসা করে বলা যাক। এই মিউজিক ভিডিওর হাত ধরে পরিচালনায় পা রাখছেন চিত্রাঙ্গদা শতরূপা। নিকিতা গাঁধী-র সঙ্গে এই মিউজিক ভিডিতে কাজ করেছেন বোন ঋতাভরী চক্রবর্তী। গানটি লিখেছেন ঋতাভরী ও যশ মার্টিন দুজনে মিলে। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সম্বিত চট্টোপাধ্যায়। ‘বেবি টাইম’ নামের এই গানে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে নেটফ্লিক্সের ‘ক্লাস’ সিরিজের অন্যতম অভিনেতা চিন্তনকে।

তবে এর আগেও নিজের লেখায় ও গানে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন ঋতাভরী। সেই গানের আয়োজনের গুরুত্বপূর্ণ ভূমিকাতেও ছিলেন সম্বিত। ঋতাভরী জানাচ্ছেন এই প্রথম পরিবার তিন জন মিলে একসঙ্গে কোনও কাজ করেছেন তাঁরা।  তাই কাজটা ঋতাভরীর  কাছে একটু বেশি স্পেশাল হয়ে উঠেছে। ঋতাভরী আরও জানান, তারা প্রত্যেকেই কোনও না কোনও ভাবে বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। সবসময়েই নতুন কিছু করার পরিকল্পনা করার চিন্তা ভাবনা  থাকে তাদের। সেই ভাবনারই বাস্তব রূপান্তর এই টাইম বেবি বলে উল্লেখ করেন অভিনেত্রী।’ সবমিলিয়ে টাইম বেবি গানটি ভক্তদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Related Articles