বিনোদন
Trending

মাদাম তুসোয় রণবীরের স্ট্যাচু, বিশ্বের ঐতিহ্যবাহী জাদুঘরে স্থান বলিউড তারকার…

Ranbir's statue at Madame Tussauds, the world's heritage museum of Bollywood stars

The Truth Of Bengal: মাদাম তুসো জাদুঘরে অভিনেতা রণবীর সিংয়ের মোমের প্রতিমূর্তি।লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে বসানো হল অভিনেতা রণবীর সিংয়ের এই মোমের স্ট্যাচু। নিজেই সেই মূর্তি উন্মোচন করেন অভিনেতা ৷ এবং মুর্তির সঙ্গে নিজে দাঁড়িয়ে ছবিও পোস্ট করেন রণবীর সিং।

লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে দুটি মূর্তি রাখা হল অভিনেতা রণবীর সিংয়ের। একটি ঐতিহ্যবাহী এবং অন্যটি পশ্চিমী লুকে। ওয়্যাক্স স্ট্যাচুর সঙ্গে নিজে দাঁড়িয়ে ছবিও তুলেছেন বলি তারকা। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন তিনি। ছবি পোস্ট করে তিনি লেখেন যে আমার মা এবং আমার সত্যিই একটা দুরন্ত মুহূর্ত। মাদাম তুসো জাদুঘরে নিজের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে রণবীরের সঙ্গে ছিলেন তাঁর মা অঞ্জু ভবানী।

এ দিন কালো স্যুট-বুট পরে মিউজিয়ামে হাজির হন রণবীর। এক্কেবারে স্ট্যাচুর মতোই তাঁর লুক। অবিকল মোমের স্ট্যাচুর মতো পোজ দিয়েছেন অভিনেতা।ছবি দেখে অনেকেই অবশ্য স্ট্যাচুর সঙ্গে আসল রণবীরকে গুলিয়ে ফেলেছেন।


প্রসঙ্গত, এর আগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান,ঐশ্বর্য রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং রণবীর ঘরনী দীপিকা পাডুকোনের মতন বলিউড তারকারা স্থান পেয়েছে বিশ্বের এই ঐতিহ্যবাহী জাদুঘরে। এবার সেই তালিকায় নতুন সংযোজন বলিউডের গালি বয় রণবীর সিং।

Free Access

Related Articles