বনশালীর ছবিতে একসঙ্গে রণবীর-আলিয়া-ভিকি, ক্যামিও শাহরুখের
Ranbir-Alia-Vicky together in Bhansali's film, Shah Rukh's cameo

Truth of Bengal: সঞ্জয় লীলা বনশালীর ছবি মানেই বক্স অফিসে হিট। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে তার পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ এর। আর এই ছবি ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনা বেড়েই চলেছে। ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির বড় চমক রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলের উপস্থিতি। একসঙ্গে এই তিন তারকাকে দেখা যেতে চলেছে ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। এখানেই শেষ নয় এবার শোনা যাচ্ছে রণবীর-আলিয়া-ভিকি সঙ্গে যোগ দিতে চলেছে বলিউডের কিং খান।
সূত্রের খবর, ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে শাহরুখ খানকে। ছবির দ্বিতীয় ভাগে ইন্ট্রি হবে কিং খানের। শোনা যাচ্ছে, ছবি রণবীর ও শাহরুখ খানকে গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে। ২০২৫ সালে শুরু হবে ওই চরিত্রের শুটিং। ইতিমধ্যেই কিং খানের সঙ্গে কথাও হয়ে গেছে সঞ্জয় লীলা বনশালীর। ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিটি হতে চলেছে প্রেম ও দেশাত্মবোধকে কেন্দ্র করে।
ছবিতে আলিয়াকে ক্যাবারে ডান্সারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে। ভারতীয় সেনাবাহিনীর দুই অফিসারের চরিত্রে দেখা মিলবে রণবীর ও ভিকির। জানা গিয়েছে, শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রণবীর ও ভিকি আপাতত বিকানিরের এয়ার বেস ফোর্সে শুটিং করছেন।
অন্যদিকে আলিয়া আপাতত যশ রাজের ‘আলফা’ ছবির শুটিংয়ের ব্যস্ত। ডিসেম্বরে সঞ্জয় লীলা বনশালীর সেটে যোগ দেবেন তিনি। ছবিটি ২০২৬ সালের ২০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। সবমিলিয়ে বলাই যায় ছবিতে একসঙ্গে রণবীর-আলিয়া-ভিকি এবং শাহরুখ খানের উপস্থিতি দারুণ চমক দেবে দর্শকদের।