বিনোদন

দ্বিতীয় সন্তানের ভাবনা রণবীর-আলিয়ার, ঠিক করে ফেলেছেন নামও

Ranbir-Alia are planning to have a second child, have also decided on a name

Truth of Bengal: সময়টা বেশ ভালো যাচ্ছে বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। বেবি রাহার জন্মের পর থেকেই মা-বাবা রণবীর-আলিয়ার ফিল্মি কেরিয়ারের বৃহস্পতিও তুঙ্গে।

একের পর এক বিগ বাজেট সিনেমা করছেন তাঁরা। হাতে রয়েছে একের পর এক কাজ। এর মধ্যেই তিন থেকে চার হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন মাম্মি আলিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তান আসার ইঙ্গিত দিলেন রণবীর ঘরণী।

সাক্ষাৎকারে আলিয়া বলেন, পুত্রসন্তানের জন্যেও একটি নাম ঠিক করে রেখেছেন তাঁরা। রাহার নামকরণ করেছিলেন ঠাকুমা নীতু কাপুর। সেইসময়েই পুত্রসন্তানের নাম ভেবে রেখেছিলেন রণবীর-আলিয়া। অভিনেত্রীর কথায়, ভবিষ্যতে যদি আমার ছেলে হয়, তাহলে সেই নামটাই রাখব।

আলিয়া আরও বলেন, “আমি আর রণবীর যখন মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব দিয়েছিল সকলে। সেখান থেকেই একটি পুত্রসন্তানের নাম আমার আর রণবীরের ভালো লেগে যায়। আমার শাশুড়ি তখনই মেয়ে হলে ‘রাহা’ নাম রাখার প্রস্তাব দেন।

উনি বলেছিলেন, পুত্রসন্তানের নামের সঙ্গে এটা খুব ভালো মিলে যাবে। ভবিষ্যতে দুই সন্তানের নামও তাহলে মিলে যাবে। তখনই আমি আর রণবীর এক ছেলে এবং এক মেয়ের নাম ঠিক করে রেখেছি।” সেই নামটি অবশ্য এখনই জানাতে নারাজ আলিয়া। তবে সব মিলিয়ে বলাই যায় দ্বিতীয় সন্তানের জন্যে যে প্রস্তুতি নিচ্ছেন রাহার মাম্মি-পাপা সেটা স্পষ্ট।

Related Articles