আয়ারল্যান্ডে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেল মেয়ের সঙ্গে খোশমেজাজে
Priyanka Chopra was spotted with her daughter in Ireland

The Truth Of Bengal : শুটিং বা অন্য কোন জরুরী কাজ না থাকলে মালতির সঙ্গে সময় কাটানোই হল তাঁদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। মেয়েকে যতটা পারেন সময় দেওয়ার চেষ্টা করেন তাঁরা। তাই আপাতত মালতির সাথেই ব্যস্ত রয়েছেন এই দম্পতি। কার কথা বলছি বলুন তো? হ্যাঁ ঠিকই ভাবছেন, বলছি প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিকের কথা।
সম্প্রতি প্রিয়াঙ্কার একটি পোস্ট সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে স্বামী সন্তানকে নিয়ে একেবারে খোস নেতাদের রয়েছেন এই বলিউড অভিনেত্রী। প্রিয়াঙ্কার কোলে রয়েছে মেয়ে মালতি আর তার হাতে রয়েছে মায়ের টুপি। অপরদিকে নিকও মেয়ের সাথে খেলা করতেই ব্যস্ত। ছবিতে নিকের পরনে ছিল একটি কালো শার্ট এবং প্যান্ট। আর অপরদিকে মালতির পরনে ছিল নীল রঙের টিশার্ট প্যান্ট আর জুতো। ব্ল্যাক প্যান্ট এবং টি-শার্টের উপরে ডেনিমের জ্যাকেট পরে ভারি সুন্দর লাগছিল প্রিয়াঙ্কাকে। এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, ” My angels…@maltimarie @nickjonas”
View this post on Instagram
সম্প্রতি প্রিয়াঙ্কা নিজের কাজে থেকে কিছুটা বিরতি নিয়ে আয়ারল্যান্ডের পরিবারের সাথেই সময় কাটাচ্ছেন। তার আসন্ন মুভি “Heads of State” ছবির জন্য চিত্রগ্রহণ শেষ করার পর তিনি ডাবলিনের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্য উপভোগ করছিলেন। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বৃহস্পতিবার instagram এ নিজে মালতি এবং প্রিয়াঙ্কার সাথে একটি ছবিও পোস্ট করেছেন।
সম্প্রতি প্রিয়াঙ্কার ছবির শুটিং চলাকালীন তার মেয়ে মালতির সাথে কাটানো মুহূর্ত গুলি ক্যামেরাবন্দি করে একটি রেল শেয়ার করেছেন।
View this post on Instagram
তিনি জানিয়েছেন, “Heads of State” একশন এবং কমেডিতে ভরপুর একটি মুভি। এই মুভিতে অভিনয় করেছেন ইদ্রিস এলবা, জন সিনা এবং জ্যাক কায়েড। ছবির পরিচালনায় রয়েছেন ইলিয়া নাইশুলার। প্রিয়াঙ্কা প্রযোজক হিসেবে ব্যারি এভ্রিচের নতুন ফিচার ডকুমেন্টারি বর্ন হাংরি-এর প্রযোজনা দলের সঙ্গে যৌথভাবে তার নতুন ছবি ঘোষণা করেছেন।