ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া! দিদির পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন ভাই নবদম্পতি
Priyanka Chopra at her brother's wedding ceremony

Truth Of Bengal : মুম্বইতে শক্রবার ভোরেই হাজির হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে একাই এসেছেন প্রিয়াঙ্কা। স্বামী বা মেয়ে কাউকেই দেখা যায়নি তার সাথে। তাঁর দেশে আসার কারণ খুঁজতে গিয়ে জানা গিয়েছে, ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়েতে অংশ নিতেই এদিন দেশে এসেছেন প্রিয়াঙ্কা।
২৩ অগস্ট শুক্রবার রাতেই সিদ্ধার্থ চোপড়া ও নীলম উপাধ্যায়ের চার হাত এক হয়েছে। সিদ্ধার্থ চোপড়ার বিবাহের পরবর্তী রিসেপশনে দিদি প্রিয়াঙ্কা সহ উপস্থিত ছিলেন পরিণীতির মা কাকিমা রীনা চোপড়া, মা মধু চোপড়া, পিসতুতো বোন মান্নারা চোপড়া ও পরিবারের অন্যান্য সদস্যরা। বেশ সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের বিয়ে ও রিশেপশান সারেন দম্পতি। তবে প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস বা তাঁদের মেয়ে মেয়ে মালতী মেরি জোনাসকে কোথাও দেখা যায়নি।
View this post on Instagram
এর মাঝে নেট দুনিয়ায় সিদ্ধার্থ ও নীলমের বাগদান এবং বিয়ের একাধিক ভিডিয়ো উঠে এসেছে। যার মধ্যে একটিতে দেখা গিয়েছে, সিদ্ধার্থ চোপড়া ও নীলম উপাধ্যায়কে আংটি হাতে পোজ দিচ্ছেন। আরেকটিতে দেখা গিয়েছে বাগদান পর্বের শেষে দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করছেন প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ এবং তাঁর স্ত্রী নীলম। কখনবা দেখা গিয়েছে নীলম তাঁর শাশুড়ির মধু চোপড়ার চুল ঠিক করে দিচ্ছে। অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে নাচতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে আরও বেশ কিছু ভিডিয়ো।
View this post on Instagram
বিবাহ অনুষ্ঠানের পর তাঁরা এক রিসেপশনেরও আয়োজন করেছিলেন। সুন্দর পরিপাটি সাজে সেজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা। শাড়ির সাথে মিল রেখে এদিন তিনি গলায় মুক্তর গয়না পরেছিলেন।
View this post on Instagram