দেশবিনোদন
Trending

বড়পর্দায় মাত্র ৯৯ টাকায় দেখুন মন পছন্দের সিনেমা! কবে, কিভাবে পাবেন এই সুযোগ দেখুন

Movies You Can Enjoy Now At Just Rupees 99

The Truth Of Bengal: সিনেমা প্রেমীদের জন্য দারুণ খবর। পিভিয়ার থেকে শুরু করে আইনক্স কিংবা সিনেপলিস ছাড়াও যেখানে ইচ্ছে সিনেমা দেখুন মাত্র ৯৯ টাকায়। শুধুমাত্র ৩১ মে’র জন্যই থাকছে এই অফার। যা শোনা মাত্র অপেক্ষা করতে নারাজ ‘সিনেমা লাভার্স’রা। অনলাইনেও টিকিট অ্যাডভান্স কাটবার সুযোগ রয়েছে, সঙ্গে সুযোগ থাকছে অফলাইনেও।

সিনেমা হলে গিয়ে অনেক সময়ই টিকিটের দাম শুনে মাথা খারাপ হয়ে যায় সাধারণ মধ্যবিত্ত পরিবারের অনেকেরই। তাছাড়াও মাল্টিপ্লেক্সে যারা সিনেমা দেখতে যারা সাধারণ কিছুটা ইতস্তত বোধ করেন, তাঁদের জন্য এবার থাকছে এই বিশেষ ছাড়। অফারটি শুরু হওয়া মাত্র এখনও পর্যন্ত সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা গুলির টিকিটের বাড়তি চাহিদা নজরে এসেছে। একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার জন্য ইতিমধ্যেই দর্শকরা ১.৪৫ লক্ষ টিকিট কেটেছেন। তাছাড়াও ‘আর্টিকেল ৩৭০’ এর জন্য ১.২৫ লক্ষ এবং ‘বাডে মিয়া ছোটে মিয়া’র জন্য মোট ১.০৩ লক্ষ টিকিট অ্যাডভান্স বুক করেছেন ক্রেতারা।

তবে শুক্রবারের জন্যই থাকছে কেবল এই বিশেষ অফার। খবরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া মাত্র সিনেমা প্রেমীদের মধ্যে আলাদাই উত্তেজনা লক্ষ করা গিয়েছে। কলকাতায় সিনেমা হল গুলিতে সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘শ্রীকান্ত’, ‘স্যাভি’ ছাড়াও ‘এটা আমাদের গল্প’, ‘দাবাড়ু’, ‘নয়ন রহস্য’র মতো সিনেমা গুলিও এবার আপনি মাত্র ৯৯ টাকায় দেখবার সুযোগ পাবেন।