
The Truth of Bengal: এই বছরের ইদে মুক্তি পেতে চলেছে বড়ে মিয়া ছোটে মিয়া।বুধবার প্রকাশ্যে এল ছবিটির নতুন গান মস্ত মালাং ঝুম। বলিউড এই পার্টি নম্বরে অক্ষয়, টাইগারের পাশাপাশি দেখা গেল অভিনেত্রী সোনাক্ষী সিনহাকেও। সুপারহিট গায়ক অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধীর কম্বিনেশনে কেমন হল এই পার্টি সং তাই এবার চট করে দেখে নিই।