বিনোদন

প্রকাশ্যে এল ‘লজ্জা’র ট্রেলার, সিরিজের লিড রোলে প্রিয়াঙ্কা

Lojja Trailer

The Truth of Bengal: নষ্টনীড়, বোধনের পর ফের একবার নারীদের সামাজিক সমস্যার কথা বলতে আসছেন পরিচালক অদিতি রায়। এবার তাঁর গল্পের বিষয়বস্তু ডোমেস্টিক ভায়োলেন্স। চলতি মাসে মুক্তি পেতে চলেছে অদিতির নতুন ওয়েব সিরিজ লজ্জা। এই সিরিজের মূল চরিত্র জয়ার ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা ছাড়াও কনীনিকা,ইন্দ্রাশিসকে দেখা যাবে এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে। ২২ তারিখ সিরিজটি স্ট্রিমিংয়ের আগে মঙ্গলবার প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার।

 

Related Articles