
The Truth of Bengal: স্পাই থ্রিলার ঘরানার একটি ছবি খুফিয়া। পরিচালক বিশাল ভরদ্বাজের প্রতিটা ছবির মতোই এই ছবিতেও রহস্য রোমাঞ্চ বেশ দক্ষতার সঙ্গেই বজায় রয়েছে। কখনও আলো অধারি, আবার কখনো আবহ সঙ্গীতে এক একটা দৃশ্যের গভীরতা চূড়ান্ত রূপ পেয়েছে।
মূলত, সিক্রেট এজেন্টদের পার্সোনাল অ্যাজেন্ডার জন্য দেশের নিরাপত্তা কিংবা প্রশাসনের পাশাপাশি পারস্পারিক সম্পর্ক পরিবারকেও কীরকম টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়, বিশাল ভরদ্বাজের ফ্রেমে সেই বিষয়গুলিও ফুটে উঠেছে। খুফিয়ার প্রতিটা প্লটই বিশেষভাবে উল্লেখযোগ্য। এক অন্যরকম ক্রাইসিসের গল্প রয়েছে এই ছবিতে। তবে এই ছিব দেখার পর বাংলার একটা প্রবাদের কথা বলতেই হয়, জহুরি জহর চেনে।
বিশাল ভরদ্বাজের চোখও এক্ষেত্রে জহুরির চোখের মতোই কাজ করেছে। কারণ তাব্বু, আলি ফজলর মতো দাপুটে অভিনেতাদের পাশাপাশি পদ্মাপারর অভিনেত্রী আজমেরি হক বাঁধনকেও এক ফ্রেমে নিয়ে এসেছেন তিনি। আর সেই সঙ্গেই পরিচালকের বিষ্ময়কর আবিষ্কার ওয়চামিকা গাব্বি। এক কথায় বলতে গেলে এই ছবি দেখলে মন কাড়তে বাধ্য।
Free Access