
The Truth Of Bengal: টলিউড জয় করার পর এবার বলিউডি ছবিতে ডেবিউ করতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান। ছবির নাম কড়ক সিং। ছবিতে জয়ার বিপরীতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরি। শুক্রবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে কড়ক সিং।
জয়া এহসান মুক্তি প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘কড়ক সিং’। শুক্রবার এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি। এই ছবির হাত ধরে বলিউডের আকাশে আত্মপ্রকাশ করতে চলেছেন জয়া। ছবিতে জয়ার চরিত্রের নাম নয়না। জয়ার বিপরীতে রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন জয়া।
ছবির ট্রেলারে কখনও তাদেরকে রেস্তোরাঁয় ডেট করতে, বা কখনও বিছানায় অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। জয়া ও পঙ্কজের সঙ্গে এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন থাকছেন ‘দিল বেচারা’ ছবির অভিনেত্রী সঞ্জনা সাংভি।
এ কে শ্রীবাস্তব ওরফে পঙ্কজ ত্রিপাঠি নামের এক ব্যক্তি রেট্রোগ্রেড অ্যামনেশিয়ায় আক্রান্ত হয়ে অতীতের স্মৃতি হারিয়ে ফেলে। এরপর তার কাছে এসে সম্পর্কের গল্প শুনিয়ে পরিচয় দিতে চায় তাঁর কন্যা, প্রেমিকা ও অফিসের বস। কিন্তু শ্রীবাস্তব কাউকেই চিনতে পারে না। সত্যিই চেনে না, নাকি না চেনার ভান? কিংবা যারা তার কন্যা, প্রেমিকা কিংবা বসের পরিচয় দেয়, তাদের মধ্যে কার গল্পটা সত্য? এমনই সব বিভিন্ন জটিল রহস্য জমাট বাঁধে ছবির পরতে পরতে।
এই ছবির চিত্রনাট্য একটি ডিডেকটিভ গল্পের মোড়কে দানা বেধেছে। সেই রহস্যের সন্ধান কীভাবে হবে তার জন্য দেখতেই হবে কড়ক সিং। তবে, ছবিতে কিছু সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে জয়া এহসানকে।এমনকি পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গেও কিছু দৃশ্যে অন্তরঙ্গ হতে দেখা গেছে জয়াকে। শুক্রবার ওটিটি-তে মুক্তির আগে রহস্যের ভিড়ে তাদের এই রসায়ন ছবিটিতে ভিন্ন স্বাদ যোগাবে বলে মনে করছে দর্শক।
Free Access