বিনোদন
Trending

প্রেমের মাসে জোর টক্কর বি-টাউনে, নজর কাড়বে কোন কোন ছবি ? 

In the month of love, the Bollywood audience will be looking at which film or which film will catch the eye?

The Truth Of Bengal: নতুন বছরের প্রথম মাসে একগুচ্ছ সিনেমা ও সিরিজের মধ্যে বলিউডের দর্শক মেতেছে হৃতিক-দীপিকা স্টারার ফাইটার-এ। দেশের প্রথম এরিয়াল অ্যাকশন ড্রামায় মন ভরেছে হলমুখী দর্শকের। কিন্তু এর মধ্যেই এই রেশ কাটতে না কাটতেই চলে এল ফেব্রুয়ারি মাস। প্রেমের মাসে বলিউডের দর্শক কোন ছবির দিকে তাকিয়ে থাকবে বা কোন ছবি নজর কাড়বে?

দেখতে দেখতে নতুন বছরে জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে চলে এল। বলিউডের বক্স অফিসে জানুয়ারি মাসটা তাকিয়ে ছিল হৃতিকের ফাইটারের দিকে। হতাশ করেনি টিম ফাইটার। ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন দেখে মজেছে আট থেকে আশি। কিন্তু এবার বলিউডের দর্শক তাকিয়ে রয়েছে মাস ফেব্রুয়ারির রিলিজের দিকে। বছরের দ্বিতীয় মাসে বলিউডের তিন নায়িকার লড়াই হতে চলেছে বক্স অফিসে। এই তালিকায় আছে তালিকায় আছে আর্টিকেল ৩৭০, তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া এবং ভক্ষক।

ফেব্রুয়ারির ৯ তারিখে শাহিদ কাপুরের সঙ্গে তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া ছবিতে জুটিতে আসছেন কৃতি। ছবিতে এক ব্যক্তির সঙ্গে এক রোবটের অবাস্তব প্রেম কাহিনি তুলে ধরা হবে রূপোলি পর্দায়। এখানে কৃতিকে দেখা যাবে রোবটের ভূমিকায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

অন্যদিকে, ভূমি পেডনেকর অভিনীত ভক্ষক একটি ক্রাইম থ্রিলার। এখানে অভিনেত্রীকে একজন ক্রাইম জার্নালিস্টের চরিত্রে দেখা যাবে। চাইল্ড ট্র্যাফিকিংয়ের একাধিক সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে গৌরি খান প্রযোজিত এই ছবিটি। ছবির অন্যান্য ভূমিকায় আছেন সঞ্জয় মিশ্র, আদিত্য শ্রীবাস্তব, প্রমুখ অভিনেতা। তবে, এই ছবিটি একটি জনপ্রিয় ওটিটিতে আসবে ভূমির ভক্ষক।

২৩শে ফেব্রুয়ারি মুক্তি পাবে আর্টিকেল ৩৭০। ইয়ামি গৌতম অভিনীত এই ছবিটি আদতে একটি অ্যাকশনে ভরা রাজনৈতিক ড্রামা ঘরানার ছবি। এখানে ইয়ামিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। আদিত্য সুহাস পরিচালিত এই ছবিতে উঠে আসবে জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার ঘটনা।

এছাড়াও এবার যবনিকা পতন হতে চলেছে সুস্মিতা সেনের জনপ্রিয় আর্যা সিরিজ-এর। “আর্যা সিজন ৩” এর দ্বিতীয় তথা শেষ ভাগ মুক্তির দোড়গোড়ায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ক্রাইম ড্রামা সিরিজের অন্তিম পর্বের ট্রেলার। সিরিজের অন্তিমপর্বটিও মুক্তি পাবে ফেব্রুয়ারির ৯ তারিখে। তাই, ফেব্রুয়ারির ছবি রিলিজের তালিকা দেখে বোঝাই যাচ্ছে যে বলিউডের বক্স অফিসে জোর লড়াই হতে চলেছে বলিউড ডিভাদের মধ্যে তা বলাইবাহুল্য।

Free Access

Related Articles