বিনোদন

Fatima Sana Shaikh: “খাবার খেতে শুরু করলে খেয়েই চলেছি”- হঠাৎ কী হল অভিনেত্রীর?

এই রোগের কারণে তাঁর খাওয়ার অভ্যাসে কোনো নিয়ন্ত্রণ থাকছে না।

Truth of Bengal: বছরখানেক আগে বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখের মৃগী রোগে আক্রান্ত হওয়ার খবরটি শিরোনামে এসেছিল। ‘দঙ্গল’ খ্যাত এই অভিনেত্রী নিজেই সেই সময় নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছিলেন। এমনকি একবার বিমানযাত্রার সময় মাঝ আকাশেই তাঁর খিঁচুনি হয়েছিল বলেও জানান তিনি। যদিও ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন, কিন্তু সম্প্রতি ফতিমা এক নতুন রোগের খবর দিলেন, যা তাঁর পিছু ছাড়ছে না।

অভিনেত্রী জানিয়েছেন, তিনি ‘বুলিমিয়া’ রোগে আক্রান্ত। এই রোগের কারণে তাঁর খাওয়ার অভ্যাসে কোনো নিয়ন্ত্রণ থাকছে না। ফতিমা জানান, তিনি নাকি প্রতিদিন প্রায় ২৫০০ ক্যালোরির খাবার খাচ্ছেন এবং গত কয়েক মাস ধরে এমনটাই চলছে। চোখের সামনে যা দেখছেন, সেটাই তিনি খেয়ে নিচ্ছেন। খাবারের পরিমাণে কোনো নিয়ন্ত্রণ থাকছে না।

এই বিষয়ে ফতিমা বলেন, “খাবার খেতে বসলে খেয়েই চলেছি। থামতে পারছি না।” কিন্তু বেশি খাওয়ার পরেই তাঁর মন খারাপ হচ্ছে বলে জানান তিনি। “পরে প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি খেয়েছি ভেবে মন খারাপ হচ্ছে,” বলেন ফতিমা। এক সময় তাঁর বাইরে বেরোতেও ইচ্ছা করত না, কারণ বাইরে গেলেই স্ট্রিট ফুড খাওয়ার তীব্র ইচ্ছা হতো।

ফতিমার খাদ্যাভ্যাসের এই অস্বাভাবিকতা প্রথম লক্ষ্য করেন অভিনেত্রী সান্যা মালহোত্রা। তিনিই প্রথম ফতিমার মধ্যে এই রোগের লক্ষণগুলি ধরতে পারেন। তবে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কায় পরবর্তীকালে ফতিমা নাকি খাওয়াদাওয়া কমাতে শুরু করেন। আপাতত অভিনেত্রী এই নতুন রোগের সঙ্গে লড়াই করে চলেছেন।

Related Articles