Sandeep Reddy Vanga: ‘স্পিরিট’ ছবি নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই বড় আপডেট দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা
চলতে থাকা এই বিতর্কের মাঝেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাঁর বিগ বাজেট ছবি ‘স্পিরিট’ এর জন্যে তৃপ্তি দিমরিকে বেছে নেন।
Truth of Bengal: সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga ) এবং দীপিকা পাড়ুকোন। বিগত কিছু সময় ধরে ‘স্পিরিট’ ছবি নিয়ে বিতর্কের অন্ত নেই। ছবিতে দীপিকার আট ঘন্টার শিফটে শুটিং করার শর্ত দেওয়ায় ও আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করায় ভাঙ্গার ছবি থেকে বাদ পড়েন দীপিকা পাড়ুকোন। ব্যাস তারপর থেকেই শুরু বিতর্ক। ইতিমধ্যেই দীপিকার আট ঘন্টার শিফটে শুটিং করার শর্তকে ন্যায্য বলেই মনে করছেন বহু তারকা। চলতে থাকা এই বিতর্কের মাঝেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাঁর বিগ বাজেট ছবি ‘স্পিরিট’ এর জন্যে তৃপ্তি দিমরিকে বেছে নেন। আর এবার ছবি নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
সূত্রের খবর, চলতি বছরের সেপ্টেম্বরেই নাকি শুটিং শুরু হবে ভাঙ্গার ছবির। হাতে গোনা তারকা নিয়েই শুরু হবে এই ছবির প্রথম দফার শুটিং। সেপ্টেম্বরেই শুটিংয়ে তৃপ্তি দিমরি যোগদান করলেও প্রভাস যোগদান করবেন নভেম্বরে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তৃপ্তি দিমরি ও দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। ছবির আবহসঙ্গীত নির্মাণের দায়িত্বে রয়েছেন হর্ষবর্ধন রামেশ্বরম। তেলুগু ছাড়াও হিন্দি-সহ অন্যান্য ভাষাতেও মুক্তি পাবে প্রভাস-তৃপ্তি অভিনীত ‘স্পিরিট’।(Sandeep Reddy Vanga )
[আরও পড়ুনঃ Uttar Pradesh: উত্তরপ্রদেশের সম্ভলে বরযাত্রীর গাড়িতে দুর্ঘটনা, মৃত ৮ ও আহত ২]
সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে দীপিকার সরে দাঁড়ানোর পর থেকেই বিতর্কের শেষ নেই। আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি নন দীপিকা, ২০ কোটির কম পারিশ্রমিক ও নেবেন না, আর এই মতানৈক্যই ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা। তবে এবার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি দেখে বাদ পড়লেন দক্ষিণী সুপারস্টার অল্লূু অর্জুন। তবে কি কারণে বাদ পড়লেন অভিনেতা সেটা জানা যায়নি। সূত্রের খবর, সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং ছবিতে দেখা যাওয়ার কথা ছিল অল্লূু অর্জুনকে। তবে আপাতত সেই ছবি স্থগিত হয়ে গিয়েছে। আর এই ছবি থেকেই বাদ পড়েছেন অল্লূু অর্জুন। আর তাঁর জায়গায় নাকি দেখা যেতে চলেছে জুনিয়র এনটিআরকে। তবে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি ছবির নির্মাতাদের তরফে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
উল্লেখ্য, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহু প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’। এই ছবিতেই দেখা যাওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। ছবিতে দক্ষিণী তারকা প্রভাসের বিপরীতে থাকার কথা ছিল তাঁর। কিন্তু আট ঘণ্টার বেশি কাজ চাননি দীপিকা এমনকি ২০ কোটি পারিশ্রমিক নিয়েও পরিচালক-অভিনেত্রীর মধ্যে শুরু হয় মত বিরোধ। দীপিকার দাবি মানতে রাজি হননি সন্দীপ। আর তারপরই ছবি থেকে সরিয়ে দেওয়া হয় দীপিকাকে। তবে ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা বেরিয়ে যাওয়ার পর তাঁর জায়গায় নেওয়া হয় তৃপ্তি ডিমরিকে। মাত্র ৪ কোটি পারিশ্রমিকে রাজি হয়ে যান অভিনেত্রী। যদিও দীপিকার আট ঘণ্টার বেশি কাজ না করার দাবিকে সমর্থন জানিয়েছেন বহু বলিউড তারকাই।কাজল, অজয় দেবগন, সইফ আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, রাধিকা আপ্তেরা অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। এমনকি দক্ষিণী পরিচালক মনিরত্নমও দীপিকার দাবিকে ন্যায্য বলে মনে করেন।(Sandeep Reddy Vanga )






