বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে ভেন্টিলেশনে ধর্মেন্দ্র

হাসপাতালে গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড।

Truth Of Bengal: বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডে অভিনেতা ধর্মেন্দ্র৷ অভিনেতার বয়স হয়েছে ৮৯ বছর। অভিনেতা গুতুতর অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। পরিবারের তরফ থেকে বলা হয়েছে, ভেম্টিলেশনে রয়েছেন তিনি।

গত ১ সপ্তাহ ধরে তাঁর শরীর ভালো নেই। অভিনেতার শ্বাসকষ্ট নিতে কষ্ট হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। চলতি বছরে ধর্মেন্দ্রর চোখে গ্রাফট সার্জারি হয়েছিল। তারপর থেকেই তিনি অসুস্থ ছিলেন। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ধর্মেন্দ্রর একের পর এক ছবিতে অভিনয় করেছিলেন। দর্শকদের মন কেড়েছিলেন তিনি। শোলে, ধারম বীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ একের পর এক ছবি তাঁর হিট। বর্ষীয়ান অভিনেতার সামনেই রয়েছে ইক্কিশ।

সামনের বড়দিনে তাঁর ছবি মুক্তি পাবার কথা। ডিসেম্বরের ৮ তারিখ রয়েছে জন্মদিন। পরিবারের লোকেরা তারাও খুব চিন্তিত রয়েছে। দুই ছেলে সানি এবং ববি দেওল ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও, বাবার স্বাস্থ্য়ের দিকে কড়া নজর রয়েছে তাঁদের। টেস্ট কখন হচ্ছে, রিপোর্ট কী আসছে, সব খবর রাখছেন তাঁর পরিবারের লোকেরা। আপাতত প্রত্যেকেই প্রার্থনা করছেন যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরেন।