বিনোদন

Kajol: দীপিকা-সন্দীপ বিতর্ক নিয়ে তোলপাড় বিনোদন দুনিয়া, এবার মুখ খুললেন কাজল

Deepika Padukone exits Sandeep Reddy Vanga’s 'Spirit' citing 8-hour work limits and pay demands. Kajol supports her

Truth of Bengal: সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে দীপিকার সরে দাঁড়ানোর পর থেকেই বিতর্কের শেষ নেই। আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি নন দীপিকা, ২০ কোটির কম পারিশ্রমিক ও নেবেন না, আর এই মতানৈক্যই ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা। ব্যাস তারপর থেকেই বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কাজল (Kajol)। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন ছিলাম যাঁরা একটি ছবিতে কাজ করতেন। আমি কখনও একই সময়ে চারটি ছবি করতাম না। আমি একটা ছবি শেষ করে অন্যটি শুরু করতাম।

আরও পড়ুন: Ahmedabad Plane Crash: বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ, অর্থ দিয়ে মুখ বন্ধের চেষ্টা

আমি (Kajol) কখনও ২০ বা ৩০ ঘন্টা কাজ করতাম না। আমি সবসময় খুব স্পষ্ট বক্তা ছিলাম যে, আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করব। আমার মা-ও এই বিষয়ে আমার পাশে ছিলেন সব সময়।’ অর্থাৎ দীপিকা যে দাবি রেখেছেন সেই দাবিকেই সমর্থন করলেন কাজলও। দীপিকার আট ঘণ্টার বেশি কাজ না করার দাবিকে সমর্থন জানিয়েছেন বহু বলিউড তারকাই। অজয় দেবগন, সইফ আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, নেহা ধুপিয়া, রাধিকা আপ্তেরা অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। এমনকি দক্ষিণী পরিচালক মনিরত্নমও দীপিকার দাবিকে ন্যায্য বলে মনে করেন (Kajol)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

উল্লেখ্য, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহু প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’। এই ছবিতেই দেখা যাওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। ছবিতে দক্ষিণী তারকা প্রভাসের বিপরীতে থাকার কথা ছিল তাঁর। কিন্তু আট ঘণ্টার বেশি কাজ চাননি দীপিকা এমনকি ২০ কোটি পারিশ্রমিক নিয়েও পরিচালক-অভিনেত্রীর মধ্যে শুরু হয় মত বিরোধ। দীপিকার দাবি মানতে রাজি হননি সন্দীপ। আর তারপরই ছবি থেকে সরে দাঁড়ান দীপিকা। তবে ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা বেরিয়ে যাওয়ার পর নেওয়া হয় তৃপ্তি ডিমরিকে। মাত্র ৪ কোটি পারিশ্রমিকে রাজি হয়ে যান অভিনেত্রী।

Related Articles