বিনোদন

১২ বছর পর অতীতে সৃজিত! সৌজন্যে ‘দশম অবতার’

Dawshom Awbotaar

The Truth of Bengal: ২০১১ সালের ‘২২শে শ্রাবণ’-এর পর সেই বসুবাটিতে হাজির ‘দশম অবতার’-এর নয় অবতার। সৃজিত মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাসগুপ্ত এবং সৌমিক হালদার। আগামিকাল, একুশে জুলাই থেকে শ্যুট শুরু হবে সৃজিতের আগামী ছবির। বেশ কয়েক মাস ধরেই এই ছবি নিয়ে আলোচনা ছিল তুঙ্গে।

বৃহস্পতিবার সকালে উত্তর কলকাতার বসুবাটিতে ছবির লোগো প্রকাশ পেল। প্রসঙ্গত, এই বসুবাটিতেই সৃজিতের জীবনের দ্বিতীয় এবং সবথেকে জনপ্রিয় এবং উচ্চপ্রশংসিত ছবি ‘২২ শে শ্রাবণ’-এর শ্যুট হয়েছিল। সেখানেই আগামী ছবির শিল্পীদের নিয়ে হাজির হলেন পরিচালক। সকলের পরনেই সাদা টিশার্ট, পাঞ্জাবী, টপ এবং জিন্স। ফেসবুকে সেই ছবি পোস্ট করে সৃজিত লিখলেন, ‘আসছে খুব শীঘ্র’।

পরিচালক জানান, ‘‘পুজোতেই রিলিজ হিসেবে উপস্থাপন করা হল ‘দশম অবতার’। দর্শকেরা এই ছবির সঙ্গে একাত্ম হবেন, এ কথা ভেবেই রোমাঞ্চ বোধ হচ্ছে। তার পাশাপাশি এসভিএফ-এর সঙ্গে আবার জুটি বেঁধে তার ভালো লাগার কথাও জানিয়েছেন সৃজিত। দর্শকের কাছে ভাল ছবি পৌঁছে দেওয়ার প্রচেষ্টা থাকবে।’’ ছবিটি মুক্তি পাবে দুর্গাপুজোয়। ষষ্ঠীর দিনই দর্শকরা প্রেক্ষাগৃহে হাজির হবেন সেজেগুজে । কারণ সৃজিতের দশম অবতার দিতেই শুরু হবে এবারের পুজো।

Related Articles