বিনোদন

মাতৃভূমির জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করা যোদ্ধাদের কাহিনী নিয়ে আসছে ‘কমান্ডার করণ সাক্সেনা’

'Commander Karan Saxena' brings the story of warriors who sacrificed their lives for the motherland.

The Truth Of Bengal :  গুরমিত চৌধুরী বলিউডের একজন সুপরিচিত অভিনেতা। তাঁর অনুগামীরা তার অভিনয় দক্ষতা সম্পর্কে যথেষ্ট অবগত। তবে এবার এক ভিন্ন রুপে আত্মপ্রকাশ করছেন এই বলি অভিনেতা। শুক্রবার, তার আসন্ন সিরিজ ‘কমান্ডার করণ সাক্সেনা’ সিরিজের নির্মাতারা এর একটি অ্যাকশন-প্যাকড ট্রেলার উন্মোচন করেছেন। যেখানে গুরমিতকে করণ সাক্সেনার চরিত্রে দেখানো হয়েছে। যিনি RAW এজেন্ট  অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকায় অভিনয় করছেন। তিনি দেশকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে যে কোনো প্রান্তে যেতে পারেন। এই কাজে তার পথে আসা সমস্ত চ্যালেঞ্জ এবং অসুবিধা মোকাবিলা করে, তিনি তার মিশনকে সফল করার প্রতিশ্রুতি নেন।

সিরিজের অন্যতম প্রধান চরিত্র ইকবাল খান, যিনি আইএসআই প্রধান নাসিরের ভূমিকায় অভিনয় করছেন। তার একমাত্র উদ্দেশ্য ভারতের ক্ষতি করা। আর তিনিও তার মিশন সম্পূর্ণ করতে বদ্ধপরিকর। সুতরাং এই সিরিজে গুরমিত এবং ইকবালের মধ্যে দ্বন্দ্ব অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকরভাবে দেখানো হয়েছে। যতীন ভাঙ্গলের পরিচালনায় ‘কমান্ডার করণ সাক্সেনা’র গল্প হল মূলত সন্ত্রাসবাদ থেকে দেশকে রক্ষা করা নিয়ে। সিরিজে ভারতের কিছু সন্ত্রাসী হামলাও দেখানো হয়েছে। সিরিজটি হল দুর্দান্ত সংলাপ এবং অ্যাকশন সিকোয়েন্সের সংমিশ্রণ। সবকিছু ঠিকঠাক থাকলে ‘কমান্ডার করণ সাক্সেনা’ 8 জুলাই ওটিটিতে মুক্তি পাবে।

Related Articles