
The Truth of Bengal: বিশ্বকাপ আর দিওয়ালি দুটো মরশুম একেবারে একই সাথে চলছে। তাই বলে কি দীপাবলীর আলোর উৎসবে মেতে উঠবেন না টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা? সেটা তো হতে পারে না। তাই শনিবারই বেঙ্গালুরুতে একটি গ্র্যান্ড হোটেলে জমকালো পার্টির আয়োজন করা হয় তাদের জন্য। এই আলো ঝলমলে পার্টিতে ছিলেন বিভিন্ন খেলোয়াড়দের সঙ্গে তাদের স্ত্রীরাও।
তবে নিজেদের সাবেকি পোশাকে দেখা গিয়েছে সকলকেই। তবে এদের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছেন বিরাট এবং বিরাট ঘরণী অনুষ্কা। বেবি বাম্পের সৌন্দর্য নিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সাথে উপস্থিত ছিলেন অনুষ্কা। দিওয়ালিটির এই পার্টিতে বেগুনি রংয়ের চুরিদার একেবারে সাধারণ লুকে ধরা দিয়েছেন অনুষ্কা।
আর সাথে সবুজ পাঞ্জাবি পড়ে দেখা গিয়েছে বিরাটকে। এছাড়াও বর্তমান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা এবং তার স্ত্রী রীতিকা সাজদেও এই দিন এই পার্টিতে উপস্থিত ছিলেন। তাদের এই পার্টির বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
Free Access