
The Truth of Bengal: শুক্রবার, মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ‘আর্টিকল ৩৭০’ ছবিটি। অগ্নিগর্ভ কাশ্মীর উপত্যকার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই সিনেমা। পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন ইয়ামি গৌতম। ইয়ামির অভিনয় প্রশংসিত হলেও মুক্তির প্রথমদিনে বক্স অফিসের কালেকশনে খুব একটা ছাপ ফেলতে পারল না ছবিটি। যদিও এই ছবির প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবির প্রচারে নেমে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আর্টিকল ৩৭০’ গোটা দেশে সাড়া ফেলে দেবে। কিন্তু প্রধানমন্ত্রীর প্রচারের পরও প্রথম দিন বক্স অফিসে সর্বসাকুল্য ৫.৭৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে এই সিনেমা।
সিনেমা শুরু হয় বুরহান ওয়ানির এনকাউন্টারের ঘটনায়। সিনিয়রের নির্দেশ না মেনে এই এনকাউন্টারের নেতৃত্ব দেয় গোয়েন্দা দপ্তরের ফিল্ড অফিসার জুনি। এই জুনির ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম। জুনির আগমনেই তাতেই অশান্ত হয়ে ওঠে গোটা উপত্যকা। শাস্তি হিসেবে জুনির ট্রান্সফার হয়। তারপর ইয়ামি দিল্লি চলে যেতে বাধ্য হয়। সেখানে আবার জুনির দিকে নজর পড়ে প্রধানমন্ত্রীর অফিসের আধিকারিক রাজেশ্বরী ওরফে প্রিয়ামণির। তার নির্দেশেই আবার NIA টিম নিয়ে উপত্যকায় ফেরে জুনি। শুরু হয় এক টপ সিক্রেট মিশন। সেই মিশনে ইয়ামিরা সফল হয় কিনা তার জন্য দেখতেই হবে ছবিটি।
অভিনয়ের দিক থেকে গোটা ছবিটা প্রায় একার কাঁধেই টেনেছেন ইয়ামি গৌতম। ফলে সিনেমার বেশিরভাগ সময়ে তাঁর দুরন্ত অভিনয়ই চোখে পড়েছে। প্রিয়ামণিকে একজন ব্যুরোক্র্যাটের চরিত্রে বেশ বেমানান লেগেছে । অন্যদিকে প্রধানমন্ত্রীর ভূমিকায় অরুণ গোভিলও দাগ কাটতে পারেন নি। ফলে ইয়ামির অভিনয় ছাড়া আর্টিকেল ৩৭০-এ আর কিছু খুঁজে পায় না দর্শক। তাই স্বাভাবিকভাবেই ছবির বক্স অফিস কালেকশনেও সাড়া জাগাতে ব্যর্থ প্রধানমন্ত্রীর প্রিয় সিনেমা আর্টিকেল ৩৭০।