
The Truth of Bengal: বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল শিয়ালদা কোর্ট। ২০১৮ সালে দায়ের প্রতরণার মামলায় অভিযুক্ত জারিনের নামে দিন তিনকে আগেই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছেন কোর্ট। কালীপুজোর ৬টি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল জারিনের, সেই মর্মে আয়োজকদের থেকে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু অনুষ্ঠানে গরহাজির থাকেন সলমন খানের ‘বীর’ কো-স্টার। পাঁচ বছর পুরোনো সেই মামলাতেই এবার ঘোর বিপারে জারিন।
প্রতারিত ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে নারকেলডাঙা থানায় এফআইআর রুজু করা হয়েছিল, তদন্তকারী অফিসার ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছেন আদালতে। কিন্তু আদালত বারবার তলব করা সত্ত্বেও কোনওরকম সদুত্তোর দেননি জারিন, আবেদন করেননি আগাম জামিনেরও। ফলস্বরূপ এদিন আদালত অভিনেত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল। এই ব্যাপারে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জারিন জানান, তিনি এই গোটা ঘটনা সম্পর্কে ওয়াকিবহালই নন। আকাশ থেকে পড়ার ভঙ্গিতে নায়িকা জানান, ‘আমি নিশ্চিত এটা সত্যি নয়। আমি নিজেও হতবাক, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছি। তারপরেই আমি নিজে গোটা পরিস্থিতি সম্পর্কে অবগত হব’।
২০১০ সালে সলমন খানের বিপরীতে ‘বীর’ ছবি দিয়েই বলিউডে শিকে ছেড়েন জারিন। অনেকেই অভিনেত্রীর চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন সেইসময়ে। তখন সদ্য ভাইজানের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হয়েছে। সলমনের হাত ধরেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন তিনি। তবে পর পর বেশ কয়েকটি ছবি করেই বলিউড থেকে প্রায় উধাও হয়ে যান জারিন। বর্তমানে সিনেপর্দায় তাঁকে দেখা যায় না সেরকম। এবার বলিউডের সেই অভিনেত্রীর বিরুদ্ধেই কলকাতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল।