
The Truth Of Bengal : অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশা হতে তৈরি ‘মির্জা’, থুড়ি অঙ্কুশ। আ দেখে যা এল রে মির্জা এখন এই সুরেই মজেছে আট থেকে আশি সকলেই। চলতি ইদে মুক্তি পেল অঙ্কুশের মির্জা অবতার।ছবি মুক্তির আগে ছবির টাইটেল ট্র্যাক এলো মির্জা এখন লোকের মুখে মুখে ঘুরছে।
বুধবার ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন এই গানের সৃষ্টিকর্তা অনীক ধর। ছবির গান হিট হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি গায়ক অনীক ধর। এছাড়া আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আর কী জানালেন অনীক তাই এবার জেনে নিন।