বিনোদন

হুগলীর বাঁশবেড়িয়ায় অনুষ্ঠিত সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা

All Bengali One-man Drama Competition held in Banshberia, Hooghly

Truth Of Bengal: হুগলী জেলার বাঁশবেড়িয়ার অন্যতম সংগঠন হল খামাড়পাড়া শিশু সংঘ। শুধু খেলাধুলোয় নয়, তাঁর পাশাপাশি সমাজে সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটাতে ও এই সংগঠন দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছে। একাঙ্ক নাটক, সঙ্গীত, আবৃত্তি, চিত্রাঙ্কন তাঁর মধ্যে অন্যতম‌ চলতি বছর খামাড়পাড়া শিশু সংঘের এই সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা ৫৬তম বছরে পদার্পণ করল। এই নাটক প্রতিযোগিতা সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল গত ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত।

এই নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য পরিচালক শিবশঙ্কর চক্রবর্তী। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার উপ পুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়, পুরো সদস্যা সরস্বতী ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা। এই নাট্য উৎসবকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ছিল যথেষ্ট উন্মাদনা।

সংঘ সম্পাদক সুমন দেবনাথ বলেন, ‘ আমাদের সংগঠন সমাজে সুষ্ঠু ও সাংস্কৃতিক মানসিকতার বিকাশ ঘটাতে বিগত ৫৫ বছর ধরে এইরকম সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এলাকার সমস্ত নাগরিকবৃন্দ আমাদের এই প্রয়াসে উপস্থিত হয়ে সহযোগিতা করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

উপ পুরমাতা শিল্পী চট্টোপাধ্যায় জানান, ‘ একটা বা দুটো বছর নয়, দীর্ঘ ৫৬ বছর ধরে এই স়ঘঠন যেভাবে সমাজে সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটাতে যে লড়াই করে আসছে তা এক কথায় অসাধারণ। আমি আশা করব আগামী দিনেও খামাঢ়পাড়া শিশু সংঘ একইভাবে এই নাট্য প্রতিযোগিতার সহ অন্যান্য সা়স্কৃতিক প্রতিযোগিতাগুলি চালিয়ে যেতে সম্পন্ন হবে।

Related Articles