
The Truth of Bengal: রাজ চক্রবর্তীর ‘প্রলয়’ ছবিটি নিয়ে এখনও চর্চা চলে। আর, সেই পরিচালক যখন ওটিটি প্ল্যাটফর্মে ‘আবার প্রলয়’ নিয়ে আসেন, তখন তাকে ঘিরে যে উত্তেজনা থাকবে এ আর নতুন কি ? ট্রেলারের শুরুতেই চমকে দেয় শাশ্বত চট্টোপাধ্যায়ের বলিউডি লুক। অনিমেশ দত্তের লুকে চমক দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ট্রেলার জুড়ে ধরা পড়েছে টানটান অ্যাকশন। কলো লেদার জ্যাকেট, সানগ্লাস, হেয়ারস্টাইল।
গল্প সম্পর্কে বলতে গেলে বলতে হয়, সুন্দরবন ও তার বুকে গড়ে ওঠা নারী পাচারচক্র। যাদের জলপথে চালান করে দেওয়া হয় বাইরের দেশে। আর এই সংগঠিত নারী পাচারচক্রের বিরুদ্ধে গর্জে ওঠেন বিনোদ বিহারী দত্ত। তাঁর লড়াই দেখে দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে নেমে পড়েন ইন্সপেক্টর অনিমেষ দত্ত। তাঁকেও সাহায্য করতে দেখা যায়, এক মহিলা হেড কন্সস্টেবল। পরিচালক রাজ চক্রবর্তী জানান, এর আগে বাংলা ওটিটি প্ল্যাটফর্মে এমন ধুন্ধুমার ওয়েব সিরিজ হয়নি। আবার প্রলয় বাংলা ওটিটি পল্যাটফর্মে এক নতুন দিগন্ত খুলতে চলেছে।
এই ওয়েব সিরিজের প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথায়, আবার প্রলয়ের কাহিনী ও তার বিন্যাসে মন ছুয়ে যাবে দর্শকদের। রাজ চক্রবর্তী পরিচালিত, শুভশ্রী গাঙ্গুলী প্রযোজিত আবার প্রলয় এখন চর্চার তুঙ্গে। প্রলয়ের মতো আবার প্রলয় দর্শকদের মনে কতটা জায়গা করে নেবে তার জন্য অপেক্ষা করতেই হবে ১১ অগাস্ট পর্যন্ত।