মসনদের লড়াই

Lok Sabha Election 2024 :প্রচণ্ড গরমে সায়নী ভরসা এখন সাদা ওড়না আর ওআরএস

Lok Sabha Election 2024 : Sayani Bharasa now white veil and ors in scorching heat

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর বিধানসভা কেন্দ্রের  যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ অভিনব প্রচার শুরু করে দমদম থেকে ঘাটকান্দা পর্যন্ত। অতিরিক্ত গরমকে উপেক্ষা করে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড়। সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বে বিধায়ক বিভাগ সরদার বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী।

সাংবাদিকের মুখোমুখি হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন, “অতিরিক্ত গরম উপেক্ষা করে মানুষের কাছে পৌছাছি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। তখন গরম মনে লাগে না সঙ্গে রেখেছি একটিমাত্র সাদা ওড়না ওই দিয়ে মাথাটা ঢেকে রেখেছি।  ওআরএস জল আছে। “

Related Articles