শিক্ষা

২০২৪-২৫ শিক্ষাবর্ষেই চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম, কেমন হবে সেমিস্টার সিস্টেম ও পরীক্ষার প্যাটার্ন

Semester system is starting in the academic year 2024-25, what will be the semester system and exam pattern

The Truth of Bengal, মৌ বসু : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণিতে ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার সিস্টেম চালু করতে চলেছে। সেমিস্টার সিস্টেম কেমন হবে আর পরীক্ষায় প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন হবে তা বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে —

১) উচ্চ মাধ্যমিক কোর্স ৪টি সেমিস্টারে ভাগ হবে। ১ ও ২ সেমিস্টার মিলে হবে একাদশ শ্রেণি আর ৩ ও ৪ সেমিস্টার সিস্টেম মিলে হবে দ্বাদশ শ্রেণি। প্রতিটি সেমিস্টারে ২টি ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ২টি কম্পালসরি ইলেকটিভ সাবজেক্ট ও একটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট পড়তে হবে।

২) সেমিস্টার ১ ও ৩ এ সেমিস্টারে ৩৫ নম্বরের প্র্যাক্টিক্যাল ও ৪০ নম্বরের প্রোজেক্ট সাবজেক্টের প্রশ্ন থাকবে। মিউজিক ও ভিজ্যুয়াল আর্টসে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। ৫০% বেসিক ও সিম্পল প্রশ্ন থাকবে। ৩০% একটু কঠিন হবে। ২০% প্রশ্ন বিশ্লেষণধর্মী কঠিন হবে। ৪টে অপশনযুক্ত মাল্টিপল চয়েজের প্রশ্ন আসবে।

৩) ১ ও ৩ সেমিস্টার সিস্টেমের শিক্ষাবর্ষ মে মাস থেকে শুরু হবে। চলবে অক্টোবর মাস পর্যন্ত। ২ ও ৪ সেমিস্টার সিস্টেমের শিক্ষাবর্ষ শুরু হবে নভেম্বর থেকে আর চলবে পরের বছর এপ্রিল পর্যন্ত।

৪) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করলেই প্রতি বছর মে’র মাঝামাঝি সময়ের মধ্যে ১ সেমিস্টার সিস্টেমে ভর্তি করাতে হবে পড়ুয়াদের। একাদশ শ্রেণির ২টি সেমিস্টারে পাশ করলেই সংশ্লিষ্ট পড়ুয়াকে প্রতি বছর এপ্রিলে তৃতীয় সেমিস্টারে ভর্তি করানো হবে। চতুর্থ সেমিস্টারে প্রতি বছর অক্টোবরের মধ্যে ভর্তি করানো হবে।

৫) ১ সেমিস্টারেই পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নাম রেজিষ্ট্রেশন করতে হবে। ৩০ জুনের মধ্যে রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। রেজিষ্ট্রেশন ছাড়া কোনো সেমিস্টারে বসতে দেওয়া হবে না।

৬) একাদশ শ্রেণির ১ সেমিস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বরে আর ২ সেমিস্টারের পরীক্ষা হবে মার্চে। পরীক্ষা ২টি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নেবে। ১ সেমিস্টারে মাল্টিপল চয়েজের প্রশ্ন আর ২ সেমিস্টারে ছোট ও বিশদ ও বিশ্লেষণধর্মী প্রশ্ন আসবে।

৭) ৫টি থিওরি পেপারে আলাদা আলাদা করে ন্যূনতম ৩০% নম্বর পেতে হবে পাশ করতে হলে। ভাষার পেপারে পাশ করা বাধ্যতামূলক। প্র্যাক্টিক্যাল পরীক্ষায় পাশ করতে হলে ন্যূনতম ৩০% নম্বর পেতে হবে।

৮) দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বরের মধ্যে আর চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে এপ্রিলের মধ্যে। ২টি পরীক্ষা নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

৯) রেজিষ্ট্রেশনের ৭ বছরের মধ্যে সব ক’টি সেমিস্টারে পাশ করতে হবে। না হলে আগের রেজিষ্ট্রেশন বাতিল হবে। নতুন করে রেজিষ্ট্রেশন করতে হবে।

Related Articles