ষষ্ঠ শ্রেণিতে ফেল করেছিলেন, প্রথমবারেই UPSC উত্তীর্ণ হয়ে নজির গড়েন রুক্মিণী
Rukmini set a precedent by clearing UPSC in the first time after failing in class six

The Truth Of Bengal :ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি হল UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা। প্রতি বছর লক্ষ লক্ষ UPSC পরীক্ষার্থী আইএএস অফিসার হওয়ার লক্ষ্য নিয়ে পরীক্ষায় অংশ নেয়। কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকজনই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হতে সফল হয়। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় যিনি পাশ করতে পারেননি, আজ তিনি দেশের একজন সফল IAS। ষষ্ঠ শ্রেণি ফেল আইএএস অফিসার রুক্মিণী রিয়ার। কেমন ছিল তাঁর সাফল্যের কাহিনি ? কীভাবে সব বাধা পেরিয়ে এগিয়ে এলেন তিনি ? আর আজ থাকল IAS রুক্মিণী রিয়ার এর আইএএস হওয়ায় গল্প।
স্কুলে পড়ার সময় রুক্মিণী খুব একটা ভাল ছিলেন না পড়াশোনায়। ষষ্ঠ শ্রেণিতে ফেল করেছিলেন তিনি। গুরুদাসপুরমে স্কুলে পড়তেন রুক্মিণী । অমৃতসরে গুরুনানক দেব বিশ্ববিদ্যালয় থেকে রুক্মিণী সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক করেন। তারপর তিনি মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
পাশাপাশি তিনি কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। তাঁর মধ্যে মাইসোরে আশোদা এবং মুম্বইতে অন্নপূর্ণা মহিলা মন্ডলে ইন্টার্নশিপ করেন রুক্মিণী রিয়ার। আর এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে রুক্মিণী সিভিল সার্ভিসের প্রতি আকৃষ্ট হন। তারপর ঠিক করেন তিনি ইউপিএসসি পরীক্ষায় বসবেন। ২০১১ সালে রুক্মিণী প্রথমবারের চেষ্টাতেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন। সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। কিন্তু কোনও কোচিং নেননি তিনি। নিজে পড়াশোনা করেই এই সাফল্য পেয়েছেন রুক্মিণী রিয়ার।
Free Access