
The Truth of Bengal: গরমের ছুটিতে পড়ুয়ারা স্কুলমুখো হয়নি। থমকে ছিল পড়াশোনা। স্কুলের ঘন্টা বাজতেই চাপ বাড়ে। তাই পড়ার চাপ কমাতে ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিল শিক্ষা দফতর। প্রশাসনের এই নির্দেশিকা মেনেই শিক্ষক থেকে পড়ুয়া সকলেই নতুন উদ্যমে পড়াশোনায় মেতে উঠেছেন। পড়ুয়ারা যাতে বেশি করে স্কুলে আসে সেজন্য শিক্ষাঙ্গনকে সাজিয়ে গুছিয়ে তোলার পাশাপাশি নানা শিক্ষামুখী প্রকল্পের রূপায়ণ করেছে বাংলার সরকার। তাতেই শিক্ষায় নিঃশব্দ বিপ্লব এসেছে।
বুনিয়াদী থেকে উচ্চশিক্ষা, সবেতেই উত্কর্ষের ধারা অব্যাহত রেখেছে পশ্চিমবঙ্গ। যার জন্য জাতীয় স্তরের সেরার সেরা হচ্ছে এই রাজ্য। শিক্ষার হার যাতে আরও বাড়ে সেজন্য রাজ্য সরকার বেশকিছু সিদ্ধান্তও নিচ্ছে। যার অন্যতম হল, শিক্ষার্থীদের জামা, জুতো, বই থেকে দরকারি সামগ্রী প্রদান করা। সিলেবাসের চাপ কমানোর পাশাপাশি পড়াশোনায় আগ্রহী করে তোলার মনোজ্ঞ সিদ্ধান্তও নিচ্ছে প্রশাসন। যার স্পষ্ট নজির মিলল এই রাজ্যে।
গরমের ছুটির জন্য প্রায় ২ মাস ধরে বন্ধ ছিল স্কুল। খোলেনি শিক্ষাঙ্গনের দরজা। তাই পড়ুয়াদের পড়াশোনায় সুবিধা করে দিতে নয়া সিদ্ধান্ত নেওয়া হল। স্কুলের ক্লাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। গরমের ছুটির পরই স্কুল খুলতেই নয়া পরিকল্পনা দেখে খুশি অভিভাবক থেকে পড়ুয়া সকলেই। শিক্ষকরাও তারিফ করছে নতুন ভাবনা। বর্ধমান শহরের বিদ্যার্থী বয়েজ স্কুল সবার আগে এগিয়ে এসেছে।অন্যরাও তা অনুসরণ করুক,চায় পড়ুয়া থেকে অভিভাববক সকলেই।