দুর্গাপুজো ২০২৪

ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে উঠবে সাজসজ্জায়, কেরেতারোতে চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি

Indian cultural heritage will shine through in the decorations, as last minute preparations for the puja are underway in Queretaro

Truth Of Bengal : দুর্গাপুজো নিকটে। শরতের সাদা মেঘের মতো, প্রবাসীদের মনেও পুজোর স্মৃতি জমা হয়। মেক্সিকোতে বসেও, দেশের সুখ-দুঃখে তারা হাতে হাত রাখে। প্রবাসীরা কলকাতার সাম্প্রতিক আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন, খুন ও ধর্ষণের বিচার দাবি করে, প্রতিবাদে সরব হয়েছেন।

এই বিষাদময় শরতেই আমরা মা দুর্গাকে বরণ করার প্রস্তুতি নিচ্ছি। তাঁর কাছে প্রার্থনা করব অশুভ শক্তির বিনাশের জন্য। মেক্সিকোর কেরেতারো শহরে ‘কেরেতারো সার্বজনীন দুর্গোৎসব’ নামে একটি পুজো হয়। এই পুজোর বৈশিষ্ট্য হল প্রতিমা তৈরি, মণ্ডপসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং খাবার নিজেরাই তৈরি করা। এ বছর পুজো দু’দিন ধরে হবে।

খড়ের অভাবে, কাঠ ও কার্ডবোর্ড দিয়ে কাঠামো এবং মাটি দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে। মেক্সিকোতে মা দুর্গা চিরচেনা ডাকের সাজে সেজে উঠবেন। ভারত ও মেক্সিকোর সাংস্কৃতিক ঐতিহ্য সাজসজ্জায় ফুটে উঠবে। পুজো বাঙালির সমস্ত নিয়ম মেনে হবে।

দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ভাষার মানুষ অংশ নেবেন। মেক্সিকানরাও এতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেবেন। অফিস শেষে প্রতিদিন নাচ, গান, এবং নাটকের মহড়া চলছে। ছোটদের আঁকা প্রতিযোগিতা এবং বাঙালিয়ানা সাজের জন্য বিশেষ পুরস্কার থাকবে। পুজোর ভোগে লুচি, তরকারি, খিচুড়ি, মিষ্টি সহ নানা বিধ খাবার থাকবে। পুজো প্রাঙ্গণে নানাবিধ খাবারের স্টলও থাকবে।

শেষ মুহূর্তের প্রস্তুতিতে মেক্সিকোর প্রবাসী বাঙালিরা ব্যস্ত। দেশ ও পরিবার থেকে দূরে থেকেও, প্রাণের উৎসবে তারা শামিল হতে উৎসাহী। সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করবেন, যাতে কলকাতায় মেয়ে-হারানো মা বিচার পান।

Related Articles