রাজ্যের খবর

নদীর জলে ভেসে এল কিশোরীর দেহ!

The girl's body floated in the river!

Truth Of Bengal : জলপাইগুড়ি : সোমবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুখানি নদীতে ভেসে এলো একটি দেহ। এদিন সকালে স্থানীয় এক বাসিন্দা কিছু একটা ভাসতে দেখেন। এরপর কাছে গিয়ে দেখেন সেটি একটি কিশোরীর দেহ। এরপর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। এদিকে এই মুহূর্তে সুখানি নদীতে সেরকম জল নেই। তারপরও কীভাবে সেই দেহ ভেসে আসলো বা কিভাবে সেই কিশোরীর মৃত্যু হল সেটা বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিশ। এরপর দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়। তবে মৃতের পরিচয় এখনো পাওয়া যায়নি। কিভাবে এই দেহটি ভেসে আসলো তা যেমন তদন্তের পর জানা যাবে তেমনি কিভাবে মৃত্যু হলো তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Related Articles