মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : প্রচারে বেরিয়ে মুখোমুখি কল্যাণ- দীপ্সিতা! একে অপরকে দেখে একি বললেন তারা?

Lok Sabha Election 2024 : Going out to campaign and facing Kalyan- Dipsita! When they saw each other, they said?

The Truth Of Bengal : হুগলি ,রাকেশ চক্রবর্তী :  প্রচারে বেরিয়ে মুখোমুখি কল্যাণ- দীপ্সিতা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা। কখনও সিপিএম হঠাও স্লোগানও দিলেন কল্যাণ আবার কখনও শান্ত হয়ে রবীন্দ্র সঙ্গীত গাইলেন।
নানা মুডে দেখা গেলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

দীপ্সিতার কটাক্ষ মিস্টার ইন্ডিয়া ঘড়িটা হয়তো এখনো পড়ে আছেন, তাই দেখতে পেলাম না।উনি পথে নেমেছেন চার তারিখ হারার পর ওনাকে পথেই থাকতে হবে।

শ্রীরামপুরে পেয়ারাপুর মুসলমান পাড়ায় আজ প্রচারে যান তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই বড় বেলু থেকে প্রচারে শুরু করেন সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর। মুসলমান পাড়ার মুখে মুখোমুখি হন কল্যাণ দীপ্সিতা। তৃনমূল হঠাও সিপিএম হঠাও স্লোগান ওঠে দুই পক্ষের। তৃণমূল প্রার্থীরা রাস্তায় নেমে স্লোগান দিতে থাকে। কল্যাণ নিজে রাস্তায় নেমে দলীয় কর্মীদের সরিয়ে দীপ্সিতাকে যাওয়ার জন্য রাস্তা করে দেন। তারপরেও চলতে থাকে দুই দলের রাজনৈতিক স্লোগান।মুখোমুখি হলেও রাজনৈতিক সৌজন্য দেখা যায়নি দুজনের বরং কটাক্ষ করতে ছাড়লেন না একে অপরকে।

দীপ্সিতা বলেন, “কল্যাণ বাবুকে তিনি দেখতে পাননি, উনি হয়তো মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা এখনো পরে আছেন তাই ওনাকে দেখা গেল না। এখন উনি আমাকে দেখে রাস্তায় নামলেন ভোটের পরে একেবারেই রাস্তায় নেমে যাবেন।”

পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দীপ্সিতা আমাকে দেখবে কি করে ওতো মিস ইউনিভার্স । ও নিজেকে সোফিয়া লরেন ভাবা শুরু করেছে। সবাইতো দেখতে পাচ্ছে ও এরম ভাবেই চালিয়ে যাবে আর আমাকেও বলে যেতে হবে।”

Related Articles