মসনদের লড়াই
lok sabha election 2024: পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ কমিশনের, সরানো হল রাজ্যের আরও ৪ ডিএম কে
lok sabha election 2024: 4 district magistrates of the state have been transferred

The Truth of Bengal: ভোটের দিনক্ষণ ঘোষণার পরই লাগু হয়েছে নির্বাচনী আচারণ বিধি।সেইমতো কয়েকদিন আগে রাজ্যের ডিজিকে সরানো হয়। ২৪ঘন্টার মধ্যে দু-দুবার ডিজি বদল করা হয়েছে। এবার রাজ্যের ৪ জেলাশাসককে বদলি করে দিল নির্বাচন কমিশন। তাঁরা ডব্লিউবিসিএস থেকে পদোন্নতি হয়ে আইএএস হয়েছেন। তাই তাঁদের জেলাশাসক পদ থেকে সরানো হল। পূর্ব মেদিনীপুর,ঝা়ড়গ্রাম,বীরভূম ও পূর্ব বর্ধমানের জেলা শাসকদের রদবদল করা হয়েছে।
একইসঙ্গে কমিশনের তরফে নির্দেশ জারি করা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বিমানবন্দর, জাতীয় সড়ক থেকে অবিলম্বে অনুমোদনহীন সমস্ত পোস্টার, ব্যানার বা দেওয়াল লিখন সরিয়ে ফেলতে হবে। আর সময় দিতে নারাজ কমিশন। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে নির্দেশ লাগু করার কথা বলা হয়েছে।তারপর এই সংক্রান্ত রিপোর্ট চেয়েছে কমিশন।