কলকাতা

ফের মেট্রো বিভ্রাট কলকাতাতে, ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা

Metro outage again in Kolkata

The Truth of Bengal: ব্যস্ত সময়ে ফের মেট্রোতে বিভ্রাট কলকাতাতে। যার জেরে এবার গিরীশ পার্ক থেকে ময়দানের মাঝে বন্ধ মেট্রো পরিষেবা। মঙ্গলবার অফিসের সময়ে প্রায় ২০ মিনিট ধরে গিরিশ পার্ক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রয়েছে। পরিষেবা থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের তরফ থেকে প্রথমে কিছু জানানো হয়নি।

আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ রয়েছে। পরে অবশ্য মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের মাঝের ডাউন লাইনে আচমকা একটি আলোর ফুলকি লক্ষ করেন চালক। তবে কী কারণে আলোর ফুলকি দেখা গেল, তা এখনও জানা যায়নি। ডাউন লাইনের কোনও ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে মেট্রোর অধিকর্তারা।

উল্লেখ্য, মেট্রো পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন রোজকার যাত্রীরা। গিরীশ পার্ক মেট্রো স্টেশনের বাইরেও ভিড় জমেছে যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, মেট্রো স্টেশনের বাইরে মাইকের ঘোষণা স্পষ্ট শোনা গেলেও স্টেশনের ভিতর থেকে কিছুই শোনা যাচ্ছে না। পরিষেবা কখন স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Related Articles