
The Truth of Bengal: আর কয়েক ঘণ্টা বাদেই নতুন বছর। নববর্ষকে স্বাগত জানানোর হই-হুল্লোড়েই মেতে যখন সবাই, সেই সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ড গ্লাভস কারখানায়। গভীর রাতে দাউদাউ করে জ্বলে উঠল কারখানা। ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ৬ শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। কারখানার ভিতরে এখনও বেশ কয়েকজন আটকে থাকার সম্ভাবনা।
ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে মহারাষ্ট্রে। শনিবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে একটি গ্লাভস তৈরির কারখানায় আগুন লাগে। নিমেষেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। আগুন নেভানোর পাশাপাশি শুরু হয় উদ্ধারকাজও।
পুলিশের তরফে জানানো হয়েছে, কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও অবধি ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিদ্বগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে। রাতভর আগুন নেভানোর কাজ চলে। শেষ অবধি রবিবার ভোরে আগুন নেভানো সম্ভব হয়।
Free Access